শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:২১ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলে সাকিব

মো. মোস্তাফিজুর রহমান: ইএসপিএনক্রিকইনফো’র বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নেয়ার পর এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডট এইউ ২০১৭ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে।

এ তালিকা করতে ক্রিকেট অস্ট্রেলিয়া সারা বছর খেলা জাতীয় দল ও ক্লাবের ম্যাচগুলো যুক্ত করেছে। আর নিজ দেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইকা তালাওয়াস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে সাকিব এ সময় মোট ২৯টি ম্যাচ খেলেছেন।

সাকিব ২০ গড়ে ৪৪৭ রান করেছেন। এছাড়া ৬.৯ ইকোনোমিতে ৩৭টি উইকেট তুলে নিয়েছেন। বাঁহাতি এ তারকার সেরা বোলিং স্পেল ছিল ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট। স্পিন অলরাউন্ডার ক্যাটাগরিতে তিনি সুযোগ পেয়েছেন।

সাকিব বর্তমানে আন্তর্জাতিক টি-২০ র‌্যাংকিংয়েও শীর্ষে অবস্থান করছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-২০ একাদশঃ

১. ব্র্যান্ডন ম্যাককালাম (৫৮ ম্যাচে ১৫০৩ রান, সর্বোচ্চ ৯১)।
২. ক্রিস গেইল (৪৪ ম্যাচে ১২৭৯ রান, সর্বোচ্চ ১৪৬*)।
৩. এভিন লুইস (৩২ ম্যাচে ১১২৪ রান, সর্বোচ্চ ১২৫*)।
৪. হাশিম আমলা (২৬ ম্যাচে ১০২১ রান, সর্বোচ্চ ১০৪*)।
৫. এবি ডি ভিলিয়ার্স (২৩ ম্যাচে ৭৭৯ রান, সর্বোচ্চ ৮৯*)।
৬. লুক রঞ্চি (উইকেটকিপার) (৩৫ ম্যাচে ১০৪৯ রান, সর্বোচ্চ ১০২)।
৭. সাকিব আল হাসান (২৯ ম্যাচে ৪৪৭ রান, ৩৭ উইকেট, সেরা বোলিং ৫/১৬)।
৮. সুনিল নারিন (৬৪ ম্যাচে ৬২ উইকেট, ৭৬০ রান, সেরা বোলিং ৩/১০)।
৯. মোহাম্মদ আমির (২৮ ম্যাচে ৩৪ উইকেট, সেরা বোলিং ৪-১৩)।
১০. ওহাব রিয়াজ (৩২ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ৩/১৫)।
১১. রশিদ খান (৫৫ ম্যাচে ৭৮ উইকেট, সেরা বোলিং ৫/৩)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়