শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা রজনীকান্তের

আশিস গুপ্ত, নয়াদিল্লি: একেই বলে রজনীকান্ত স্টাইল! বছরের শেষ দিনেই বোমা ফাটালেন তামিল চলচ্চিত্রের এই সুপারস্টার। অবশেষে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি । মানুষের জন্যই রাজনীতিতে আসছেন।

রোববার চেন্নাইয়ে ভক্তদের সামনে সেকথাই বললেন রজনীকান্ত।তিনি জানিয়েছেন, নতুন দল তৈরি করে তামিলনাড়ুতে আগামী নির্বাচনে সবকটি আসনেই লড়বে।

সকালে বাড়ি থেকে বের হবার সময়ই সাংবাদিকদের সামনে রজনীকান্ত ইঙ্গিত দেন যে বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন। তার কিছুক্ষণ পরই রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন তিনি।

রজনীকান্ত তার ঘোষণায় বলেন, ‘‌তামিলনাড়ুতে আগামী নির্বাচনে সবকটি আসনেই আমাদের দল লড়বে। গণতন্ত্র বলে কিচ্ছু নেই তামিলনাড়ুতে। অন্যান্য রাজ্য আমাদের নিয়ে হাসাহাসি করে। আমার দুঃখ হয়। গণতন্ত্রের নামে রাজনীতিকরা আমাদের টাকা চুরি করছেন। গোড়া থেকেই আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের দলের মূল মন্ত্রই হবে সত্য, কাজ এবং উন্নতি।’‌ ঘোষণার পর থেকেই রজনী ভক্তরা উৎসব শুরু করে দিয়েছেন।

এদিকে বিজেপির সুব্রমনিয়ম স্বামী কটাক্ষ করে বলেছেন, ‘‌রজনীকান্ত শুধুমাত্র রাজনীতিতে আসার কথা ঘোষণা করেছেন। বিস্তারিত কিছু জানাননি। কোনও কাগজপত্রও দেখাননি। তিনি একজন অশিক্ষিত। প্রচারের জন্য এই কাজ করেছেন। তামিলনাড়ুর জনতা বোকা নয়।’‌

সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে পা রাখবেন কি না সেই নিয়ে বহুদিন ধরেই নানা মহলে আলোচনা চলছিল।এর আগে ৩১ ডিসেম্বর তাঁর সিদ্ধান্ত খোলাখুলি জানাবেন বলে ঘোষণাও করেছিলেন তিনি।

এর আগে মঙ্গলবার ভক্তদের সমাবেশে রজনী বলেছিলেন, ‘‘রাজনীতির সঙ্গে আমার যোগ নতুন কিছু নয়। ১৯৯৬ সাল থেকেই রাজনীতির সঙ্গে যোগ রেখে চলেছি। তবে, প্রত্যক্ষভাবে রীজনীতিতে আসতে একটু দেরিই হয়ে গেল। আগামী ৩১ ডিসেম্বর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাব।’’

রবিবার, সকাল থেকেই রাঘবেন্দ্র মণ্ডবে ছিল উপছে পড়া ভিড়। ‘থালাইভা’কে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁর বক্তব্য শুরু হওয়ার পরই উচ্ছ্বাসে ফেটে পড়ে জনতা। রজনী বলেন, ‘‘দেশের গণতন্ত্র বিপর্যস্ত। রাজনীতিকরা গণতন্ত্রের নামে সাধারণ মানুষের জমি এবং সম্পত্তি হরণ করছেন। এটাই সঠিক সময় পরিবর্তনের।এখন সিদ্ধান্ত নিতে দেরি করলে পরে আফশোস করব। ’’ দক্ষিণ ভারতের রাজনীতিতে চলচ্চিত্রের তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। মহা তারকা এম জি রামচন্দ্রণ ,জয়ললিতা ,তেলেগু চলচ্চিত্রের এন টি রামা রাও বিভিন্ন সময়ে রাজ্য ও দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। সম্প্রতি আর এক তামিল সুপারস্টার কমল হাসান রাজনীতিতে প্রবেশ করার কথা ঘোষণা করেও পিছিয়ে গিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়