শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে যে বিশ্বাসযোগ্যতা পেয়েছি, তা কলঙ্কিত হলো : ড. বদিউল আলম মজুমদার

খন্দকার আলমগীর হোসাইন : নির্বাচন কমিশন রংপুরে যে বিশ্বাসযোগ্যতা পেয়েছি, গতকালের স্থানীয় সরকারের তৃণমূলের নির্বাচনের মাধ্যমে তা কলঙ্কিত হলো। তাহলে এই নির্বাচন কমিশন আজিজ মার্কা নির্বাচন কমিশনের মতো অবস্থা হবে। এখানে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ করণীয় ছিল, সম্পূন্নভাবে ভ্যর্থ হয়েছে। ইউনিয়ন পরিষদের কারচুপির বিষয়ে এক প্রশ্রে জবাবে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এই সব কথা বলেন।এই স্থানীয় সরকার বিষেশজ্ঞ আরও বলেন, নির্বাচন কমিশন যেটা রংপুরে করেছিল সর্বশক্তি নিয়োগ করেছিল। সবাই সহযোগিতা করেছিল। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন কেউ-ই নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেনি। অন্যরাও গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেছে। আমরাও নাগরিক সমাজের পক্ষ থেকে দ্বায়িত্ব পালন করেছি। রাজনীতিক দলগুলোও সহিংশ আচরণে লিপ্ত হয়নি। গণমাধ্যমও ওয়াচ ডগের ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, এখন যে জিনিসটা ঘটলো নির্বাচন কমিশন যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল, সে বিশ্বাসযোগ্যতা এখন হুমকির মুখে। ভুলণ্ঠিত বলবো না, চরমভাবে ভূমকির মুখে। তারা যদি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে যেসব জায়গায় অভিযোগ উঠেছে নির্বাচনের সময়ে সেসব জায়গায় তারা তদন্ত করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া দরকার। প্রয়োজনে তারা যেন নির্বাচন বাতিল করে। যারা এসব কর্মকা-ের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়। কাগজে দেখিছি, একজনকে দেখলাম নির্বাচনের সময় সিলমারা ব্যালট পেপার বিতরণ করছে। এসব তো চরম অপরাধ, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়