শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমিশন নজর দিলে এমনটা হতো না : ব্রি. জে. (অব:) শাখাওয়াত হোসেন

খন্দকার আলমগীর হোসাইন : ধারাবাহিকভাবে যদি কোনো নির্বাচন খারাপ হয়, দু-একটা ভালো হলে সেটাকে যে খুব ভালো বলা যাবে না। রংপুর সিটি করপোরেশন শহরে নির্বাচন, নির্বাচন কমিশনসহ সবার খুব ফোকাস ছিল। ইউনিয়ন পরিষদের নির্বাচন যে কত গুরুত্বপূর্ণ আমাদের রাজনীতিকরা অনুধাবন করে না অনেকেই। এই নির্বাচনগুলো পাট বাই পাট হয়। ধরেন, ২০, ৫০, ১০০টা ইউনিয়ন কাউন্সিল নির্বাচন হচ্ছে, এসবের কারণে সবার মনোযোগ থাকে না। একসাথে হওয়া উচিত সব ইউনিয়ন কাউন্সিল নির্বাচন। আমাদের অর্থনীতির সাথে আলাপকালে সাবেক নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার বিষেশজ্ঞ ব্রি. জে. (অব:) শাখাওয়াত হোসেন এই সব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচন কমিশনেরও প্রবণতা হলো, একটা নির্বচান ভালো হলেই হয়ে গেলো? সবগুলো ইউনিয়ন কাউন্সিল নির্বাচন এক সাথে হলে সবার নজর থাকতো। কমিশন এই নির্বাচনে খুব একটা নজর দিয়েেেছ বলে আমার মনে হয়নি। নজর দিলে এমনটা হতো না অথবা শিথিল ছিলেন। যেভাবে রংপুরে সো কেইস করেছিল। নির্বাচন কমিশনের আগেই থেকেই তৎপরতাও চোখে পড়েনি। যখন ব্যাপক হারে নির্বাচন হবে, তখন তাদের পারপরম্যান্স দেখলে বুঝা যাবে, কেমন হয়। শক্তি প্রদর্শন হয়েছে নির্বাচনে। তবে একটা নির্বাচন ভালো হয়েছে, আমরা সবাই বলেছি। ভালো হয়েছে বলেই ভালো বলেছি। আমি কিন্তু এ-ও বলেছিলাম, এটা কোনো জাতীয় সংসদ নির্বাচন নয়। এটা কোনো ব্যাপক নির্বাচনও নয় যে সার্বিক মূলায়ন করা যাবে কমিশনকে। তাদের যোগ্যতার যাচাই হবে জাতীয় সংদস নির্বাচন অথবা ব্যাপক কোনো নির্বাচনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়