শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘবদ্ধ চক্রের বিরোদ্ধে আইনি পদক্ষেপ চাই 

খুশি কবির : আমাদের দেশের বড় বড় ওষুধ কোম্পানির নাম দিয়ে, নকল করে চীন থেকে আমাদের দেশে আমদানি করছে অনেক ভেজাল ওষুধ। এ ওষুধ আমাদের জীবনের জন্য ক্ষতিকারক। যারা এই ওষুধ নকল করে আমাদের দেশে নিয়ে আসছে, তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ প্রশাসনের তাৎপরতার মাধ্যমে খুঁজে বের করা দরকার। এরপর আমাদের দেশের ওষুধ কোম্পানির মালিক যারা আছেন, তারা নিজেরা নিজেরা এ সংঘবদ্ধ চক্রকে দিতে পারে। কোনো সংঘবদ্ধ চক্র কোনো কোম্পানির নামে ওষুধ তৈরি করে নিয়ে আসলে, যে কোম্পানির ওষুধ নকল করে নিয়ে আসছে, সেটি প্রমাণিত করতে পারলে সে পুলিশের কাছে মামলা করতে পারবে।

এছাড়া আমাদের কোর্ট নিজে থেকে উদ্যোগ নিয়ে মামলা করতে পারে। কোর্ট ইচ্ছে করলে সব বন্ধ করতে পারে। যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, সেটা প্রমাণ হলে তাদের সবাই সাজা পেতে পারে। যারা এই সংঘবদ্ধ চক্রের মাধ্যমে করে এই ঔষুধগুলো বাজারে আনছে, তারা অনেক বড় অপরাধ করছে। যে সংঘবদ্ধ চক্র, যে কোম্পানির নামে ওষুধগুলো তৈরি করে নিয়ে আসছে, ওই কোম্পানির মালিক ইচ্ছে করলে ঐ সংঘবদ্ধ চক্রের প্রতি যে কোনো আইনী পদক্ষেপ নিতে পারবে। এছাড়া আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ সংঘবদ্ধ চক্রকে খুঁজে বের করে এদেকে কঠিন শাস্তি দিতে পারে।

পরিচিতি : মানবাধিকার কর্মী
মতামত গ্রহণ : রাশিদুল ইসলাম মাহিন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়