শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:০৯ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সফলতায় এগিয়ে সুপারহিরো ও অ্যাকশন ছবি

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের পুরোটাতেই হলিউডে ছিল সুপারহিরো এবং অ্যাকশন ছবির জয়জয়কার। সফলতার দিক দিয়েও এগিয়ে ছিল এ ঘরানার ছবি। বেশ কিছু রোমান্টিক ছবিও মুক্তি পেয়েছে। তবে ব্যবসা সফলতা তেমন একটা পায়নি। বছরের শেষে মুক্তি পেলেও ব্যবসা সফলতায় চমক দেখিয়েছে ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডি’ ছবিটি। এছাড়াও ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-৮’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইটস’ ছবিগুলো ছিল বছরজুড়ে আলোচনায়।এদিকে চলতি বছরই বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার অভিষেক হয় হলিউডে। ‘বেওয়াচ’ ছবিতে তিনি অভিনয় করেন ডাউনি জনসনের বিপরীতে। যদিও ব্যবসা সফলতায় ছবিটি তেমন চমক তৈরি করতে পারেনি। তবে প্রিয়াংকা ঠিকই আলোচনায় ছিলেন। একইভাবে চলতি বছর মুক্তি পায় বলিউডের আরেক শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’।

এ ছবিতে দীপিকা অভিনয় করেন ভিন ডিজেলের মতো বড় তারকার বিপরীতে।

একাধিক বিচ্ছেদ: হলিউডে বিচ্ছেদের ঘটনা ছিল এ বছর অনেক বেশি। বড় বড় অনেক তারকাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ বছর। এর মধ্যে এ বছর বিচ্ছেদ হয় অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের। এটি ছিল বছরের সবচাইতে আলোচিত ঘটনাও। বিষয়টি বিস্মিত করেছে তাদের অগণিত ভক্ত-দর্শককে। তবে ডিভোর্সের সিদ্ধান্তটি আসে জোলির তরফ থেকে। তিনি জানিয়েছেন, পিটের সঙ্গে অন্য নারীর সম্পর্ক রয়েছে। বিষয়টি অনেক দিন ধরেই আঁচ করতে পারছিলেন তিনি। অবশেষে ডিভোর্সের সিদ্ধান্ত নেন জোলি। ব্র্যাড পিটের তরফ থেকে এ বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

তবে বছর শেষে তিনি জানিয়েছেন, জোলি ছিলেন তার জীবনের বড় ভুল। তাদের ভক্তরা প্রত্যাশা করেছিলেন ডিভোর্সের সিদ্ধান্ত থেকে তারা সরে আসবেন। কিন্তু সেটা আর হয়নি। এর বাইরে বিচ্ছেদ হলিউড তারকা স্কারলেট জোহানসন, ক্রিশ্চেন টেইলর, কেট বেনকিনসেল, নাওমি ওয়াটস, জনি ডেপ, ড্রু বেরিমোর, গাইনেথ পেলট্রো এবং সংগীত তারকা জ্যানেট জ্যাকসনের।

চলে গেছেন যারা: চলতি বছর বেশ ক’জন হলিউড তারকা চিরবিদায় নিয়েছেন পৃথিবী থেকে। এর মধ্যে আমেরিকার বিখ্যাত সংগীতশিল্পী টম পিটি মৃত্যুবরণ করেন হৃদরোগে আক্রান্ত হয়ে। অসংখ্য দর্শকপ্রিয় ছবির অভিনেতা বিল পেক্সটন মৃত্যুবরণ করেন হার্ট সার্জারির সময়। প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও প্রকাশক হাফ হেফনার মৃত্যুবরণ করেন চলতি বছর। সবচেয়ে অবাক করা ঘটনা ছিল জুলাইয়ের ২০ তারিখ ‘লিংকিন পার্ক’ ব্যান্ডের প্রধান ভোকাল জনপ্রিয় সংগীত তারকা চেস্টার বেনিংটনের আত্মহত্যার ঘটনাটি। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি জানা যায়নি। এছাড়াও এ বছর চলে গেছেন হলিউড তারকা রোজ মেরি, হিথার মেনজিস, কিম জনঘুন, ডেভিড কেসিডি, ডেলা রিজ।

বছরের সফল পাঁচ তারকা
১/ ভিন ডিজেল: (দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস-৮)
২/ মার্ক হেমিল: (স্টার ওয়ারস: দ্য লাস্ট জেদি)
৩/ গেল গেডট: (ওয়ান্ডার ওম্যান)
৪/ মার্ক ওয়ালবার্গ: (ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট)
৫/ টম হল্যান্ড: (স্পাইডারম্যান: হোমকামিং)
ব্যবসা সফল ১০ ছবি
১/ স্টার ওয়ারস: দ্য লাস্ট জেদি (১.৭ বিলিয়ন মার্কিন ডলার)
২/ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: (১.৩ বিলিয়ন মার্কিন ডলার)
৩/ ট্রান্সফরমার্স: দ্য লাস্ট নাইট (১.২ বিলিয়ন মার্কিন ডলার)
৪/ ডেসপিকেবল মি ৩: (১ বিলিয়ন মার্কিন ডলার)
৫/ বিউটি অ্যান্ড দ্য বিস্ট (৯৫০ মিলিয়ন মার্কিন ডলার)
৬/ স্পাইডারম্যান: হোমকামিং (৯০০ মিলিয়ন মার্কিন ডলার)
৭/ জাস্টিস লীগ: (৮৫০ মিলিয়ন মার্কিন ডলার)
৮/ গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি, ভলিউম টু( ৮২০ মিলিয়ন মার্কিন ডলার)
৯/ ওয়ান্ডার ওম্যান (৭৭৫ মিলিয়ন মার্কিন ডলার)
১০/ পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান: ডেড মিন
টেল নো টেলস (৭৫০ মিলিয়ন মার্কিন ডলার)। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়