শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:২০ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎসবের নামে জসীমকে অপমান করা হয়েছে!

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত চলচ্চিত্র অভিনেতা জসীমকে স্মরণ করে এফডিসিতে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো ‘নায়ক জসিম উৎসব’। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয় এই উৎসব। অনুষ্ঠানটির আয়োজক ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমি’ নামের একটি সংগঠন। কিন্তু অনেকটা নিরবেই কেটে গেলো জসীম উৎসব। মিডিয়া এবয় চলচ্চিত্র পরিবারের উল্লেখযোগ্য কাউকেই পাওয়া যায়নি সেখানে। । অনুষ্ঠানে ছিল না চলচ্চিত্র অঙ্গনের ১৮টি সংগঠনের কেউই। এমনকি উৎসবে উপস্থাপকের অপ্রাসঙ্গিক আলোচনা দর্শকদের মাঝে হাস্যরসের সৃষ্টি করে। তাতে চিত্রনায়ক জসীমকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন জসীমের ছেলে এ কে রাহুল।

অনুষ্ঠানটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নায়ক জসিমের ছেলে এ কে রাহুল বলেন, ‘গত বছর যখন এই অনুষ্ঠান করা হয়েছিল তখন সবাইকে আমি অনুরোধ করে বলেছিলাম, আবার বাবাকে যেন আর অনুষ্ঠানের নামে এভাবে অপমান করা না হয়। কিন্ত এবারো একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমি মনে করি, এভাবে এফডিসিতে অনুষ্ঠান করে নায়ক জসিমকে অপমান করা হয়েছে।’

রাহুল আরো বলেন, ‘আমি সবসময় শুনে এসেছি আমার বাবা চলচ্চিত্রের জন্য অনেক কিছু করে গেছেন। অথচ আমার বাবার নামে অনুষ্ঠান করছে রাস্তার একটি সংগঠন। সেটাও আবার এফডিসির সবার সামনে। এটাও কী দেখার কেউ নেই? আমি খবর পেয়েছি বাবার সঙ্গে যাঁরা কাজ করতেন বা এখন যাঁরা চলচ্চিত্রে কাজ করছেন তাঁদের কেউ এই অনুষ্ঠানে ছিলেন না। আমি জানতে চাই, এই অনুষ্ঠানটি যারা করছে, তারা আসলে কারা? এফডিসিতে তারা কীভাবে অনুষ্ঠান করে? এসব দেখার কি কেউ নেই আমাদের শিল্পী সমিতিতে? এভাবে সম্মান দিতে হবে না নায়ক জসিমকে। প্লিজ, আপনারা শুধু খেয়াল করবেন আপনাদের সামনে যেন আবার বাবাকে বাইরের কেউ এসে অপমান করতে না পারে।’

বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমি গতকাল অনুষ্ঠানে গিয়েছিলাম কিন্তু অনুষ্ঠানের অবস্থা এতটা বাজে হবে আমি ভাবতে পারিনি। আমি আশা করেছিলাম, জসিম ভাইয়ের সঙ্গে যাঁরা কাজ করেছেন তাঁদের দেখতে পাব। পরে জানতে পরলাম এই অনুষ্ঠানের বিষয়ে অনেকেই জানেন না। আমি শিল্পী সমিতির পক্ষ থেকে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে জসিম ভাইয়ের ছেলে ও তাঁর পরিবারের কাছে লজ্জিত ও ক্ষমা প্রার্থী। এরপর এফডিসিতে আর এমন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।’

সূত্র : এনটিভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়