শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে: নজরুল ইসলাম

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম :বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন বলেছেন, প্রশাসনের সহযোগিতায় ভোট কেন্দ্র দখল আর জাল ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এবারও বিএনপি নেতা কর্মীদের গণগ্রেফতার করে একটা নির্বাচন দেয়ার চেষ্টা চালাচ্ছে। তাই আওয়ামী লীগের এ ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীসহ দেশবাসীকে সর্তক থাকার আহবান জানান তিনি।

শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগরী বিএনপির কর্মী সমাবেশে তিনি কথা বলেন।
নজরুল ইসলাম খাঁন বলেন, আন্দোলনের মাধ্যমে হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে চায় বিএনপি।

আন্দোলনের পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুুতি নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করে বহির্বিশ্বে অপবাদ দিয়েছিল আওয়ামী লীগ অথচ তারা যখনই ক্ষমতায় ছিল সব ধরণের অপকর্ম আর অপরাধ করেছে তারা। আর উল্টো বিএনপিকে অপরাধী বলার দু:সাহস দেখায়।

তিনি আরো বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি। আমরা কোন বিপ্লবী বা বিদ্রোহী দল না, কিংবা আন্ডারগ্রাউন্ড কোন দল না। ষড়যন্ত্র করে বিএনপি কখনোই ক্ষমতায় আসিনি। তাই আমাদের নীতি আদর্শের মাধ্যমে জনগণের কল্যাণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে জনগণের পক্ষ হয়ে জনগণের আকাঙ্খা পূরণ করতে হবে।

আওয়ামীলীগ ক্ষমতায় এসে মানুষের বাক স্বাধীনতা হরণ করে বাকশাল কায়েম করেছিল আর শহীদ জিয়া ক্ষমতায় এসে দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের স্বাধীনতা ফেরত দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে বেগম জিয়া ক্ষমতায় গিয়ে সে স্বাধীনতা ফেরত দিয়েছে। এখানেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ উদ্দিন, বেগম জিয়ার উপদেষ্টা রোজি কবীর, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগী) মাহবুবুর রহমান শামীম। মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, এমএ নাজিম উদ্দিন, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশীদ, কেন্দ্রিয় বিএনপির সদস্য আলহাজ্ব সামশুল আলমসহ বিএনপি ছাত্রদলের নেতাকমীরা বক্তব্যে রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়