শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়ো বিজ্ঞাপনে প্রতারিত ভারতের উপ-রাষ্ট্রপতি

আশিস গুপ্ত ,নয়াদিল্লি : রোগা হতে গিয়ে ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে ফেঁসেছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

শুক্রবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন নিজেই একথা জানান তিনি। সহজে ওজন কমানোর যেসব বিজ্ঞাপন হামেশাই পত্র-পত্রিকায় এবং টিভি চ্যানেলে দেখা যায় ,তারই একটির প্রতারণার শিকার হয়েছিলেন ভেঙ্কাইয়া নাইডু।

এদিন রাজ্যসভায় বিজ্ঞাপনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বোঝানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে মুখ খোলেন সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল।

এ বিষয়ে সরকারকে কড়া আইন আনার জন্য অনুরোধ করেন তিনি। তখনই নিজের অভিজ্ঞতার কথাও বলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

তিনি বলেন ,'উপ-রাষ্ট্রপতি হওয়ার পরই টেবলেট খেয়ে ওজন ঝরানোর একটি বিজ্ঞাপন আমার নজরে পরে। এক হাজার টাকা দিলেই ঘরে চলে আসবে টেবলেট। আমি টাকা পাঠিয়ে দিই। তারপরেই আমার কাছে একটি মেইল আসে। সেখানে বলা হয়েছিলো আসল ওষুধ পেতে আমাকে আরও এক হাজার টাকা দিতে হবে। তখনই সন্দেহ হওয়ায় আমি ক্রেতা সুরক্ষা মন্ত্রকে বিষয়টি জানাই। সেখান থেকে আমাকে জানানো হয় কোম্পানিটি আমেরিকার।'

এই ধরণের বিজ্ঞাপন আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন উপ-রাষ্ট্রপতি।সরকার এ বিষয়ে একটি বিল খুব শীঘ্রই সংসদে পেশ করবে বলে জানান কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাশোয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়