শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মাসেতুর কাজ সম্পন্ন হলে প্রধান বাণিজ্য কেন্দ্র হবে দক্ষিণাঞ্চল : শিল্পমন্ত্রী

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা ও বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু।

শনিবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মাদ্রাসাসহ সব বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রাবন্দর, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছেন। কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলবে। পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণাঞ্চলে হবে ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র।

মন্ত্রী আরও বলেন, দেশের সব মাদ্রাসা সরকারী করা সম্ভব নয়। এছাড়া পুরাতন কয়েকটি স্কুল ছাড়া কোনো স্কুল সরকারী করা হয়নি। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। তবে এ ব্যাপারে শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা হবেন বলেও মন্ত্রী উল্লেখ করেন।

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আমু আরও বলেন, বরিশালসহ দক্ষিণাঞ্চল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সার্বিক সহযোগিতা করছেন। তার কাছে দাবির কিছু নাই। তিনি এ অঞ্চলের উন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ নেবেন। যা করছেন জাতির স্বার্থেই করছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য আখম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলম সাজু। বক্তব্য রাখেন, বিভাগীয় সম্মেলন উদ্যাপন কমিটির আহবায়ক শান্ত ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হারুন-অর রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়