শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৩০ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৭, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি-আমিরাত নেতৃত্বে জর্ডানে অভ্যুত্থান চেষ্টায় বাদশাহর ভাইদের গ্রেফতার

রাশিদ রিয়াজ : জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ’র কয়েকজন ভাইকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে তার চাচাত ভাইও রয়েছে। এদের বিরুদ্ধে অভিযোগ সৌদি-আমিরাত নেতৃত্বে তারা দেশটিতে অভুত্থানের চেষ্টা চালান। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, প্রিন্স ফয়সাল বিন হুসেইন ও প্রিন্স তালাল বিন মুহাম্মাদ। দেশটির গোয়েন্দা সংস্থা বাদশাহ আব্দুল্লাহ’কে অভ্যুত্থানের প্রচেষ্টার কথা জানালে, এদের গ্রেফতার করা হয়। জর্ডানের গোয়েন্দা সংস্থা এ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আমিরাতের নেতা মোহাম্মেদ বিন জায়েদ। তেহরান টাইমস

তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, জর্ডানের বাদশাহ পরিবারের মধ্যে এধরনের দু:খজনক গ্রেফতারের বিষয়টি মধ্যপ্রাচ্যে দেশুগুলোর এক অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে আভাস পাওয়া যায় তাই প্রমাণ করে। এমনিতে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের অবরোধ চলছে। অথচ দেশটি দীর্ঘদিন সৌদি আরবের মিত্র দেশ ছিল। এধরনের অবরোধ, অভ্যুত্থানের ষড়যন্ত্রের খলনায়ক হিসেবে অনেকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে থাকেন। এছাড়া ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে ১২ সহ¯্রাধিক মানুষের মৃত্যু ও আরো ৮০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়লেও দেশটির ওপর অবরোধের কারণে জরুরি ত্রাণ ও ওষুধ সাহায্য করা সম্ভব হচ্ছে না।

তবে মধ্যপ্রাচ্যে জর্ডান একটি নিরপেক্ষ দেশ হিসেবে সুপরিচিত। দ্বন্দ্বে লিপ্ত হওয়া ছাড়া দেশটি অন্যদেশের মঙ্গল কামনা করে আসছে। তবে প্রভাব বিস্তারের চেষ্টায় সৌদি আরব, ইরান, মিসর ও তুরস্কের মত দেশগুলোর মধ্যে পক্ষ বিপক্ষের দোটানায় অনেক দেশ জড়িয়ে পড়ছে। আবার কাতারের মত দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি করুক তা সৌদি নজরে ভালভাবে দেখা হয় না।

এগিকে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে বাদশাহর ভাই ও চাচাত ভাইরা অবসর নিয়েছে। কার্যত তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়