শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অননুমোদিত সামরিক অভিযানের জন্যে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল পাকিস্তান

রাশিদ রিয়াজ : পাকিস্তানের ভূখ-ে অননুমোদিত মার্কিন সামরিক অভিযানের জন্যে সতর্কবার্তা দিয়েছে দেশটি। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর সন্ত্রাসের বিরুদ্ধে দেশটি পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা যথেষ্ট উৎসর্গ করেছি। এজন্যে অর্থ ও রক্তের দিক থেকেও অনেক প্রতিদান দিতে হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা এতটাই করেছি যা আর কারো জন্যে এতটা করা সম্ভব নয়।

দীর্ঘদিন ধরেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির আকাশ সীমা ড্রোনের মাধ্যমে লঙ্ঘনের অভিযোগ করে আসছে। এধরনের আকাশ সীমা লঙ্ঘনের ক্ষেত্রে ড্রোন ভূপাতিত করার নির্দেশ দিয়েছে দেশটি।

জেনারেল গফুর বলেন, পাকিস্তানের ও এ অঞ্চলের অন্য দেশের স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই চলছে। আল-কায়েদার বিরুদ্ধে আমরা যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছি। আগামী বছরে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে কাঁটাতারের বেড়া শেষ হবে। ইরান আফগান সীমান্তে একই ধরনের কাঁটাতারের বেড়া দিচ্ছে।

পাকিস্তানের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নেওয়ার ভারতীয় দাবি নাকচ করে তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্যে সশস্ত্র বাহিনী প্রস্তুত। কাশ্মীরে ভারতের নির্যাতন থেকে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে রাখতে ভারতে এধরনের অভিযোগ করে আসছে। কাশ্মীরের জনগণের পাশে পাকিস্তান থাকবে বলেও তিনি জানান।

২০০৭ সাল থেকে তেহরিক-ই-তালিবান সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানে অভিযান চলছে। এদের মধ্যে আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীটি সৌদি ওয়াবী ভাবাদর্শের অনুসারী। অন্যদিকে এশিয়ায় পাকিস্তানেই যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সবচেয়ে বেশি মানুষ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে দেশটির মানুষের বেশ ক্ষুব্ধ। আইইউভিএমপি প্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়