শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৯ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব নয়, নিজের স্বপ্নপূরণের জন্যই বাংলাদেশ ছেড়েছেন হাথুরুসিংহে

আক্তারুজ্জামান: বাংলাদেশ দলের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিলো না সে সময়। সেই মূহুর্তে দলের কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় চ-িকা হাথুরুসিংহকে। তার হাতেই বড় বড় জয় পাওয়া শুরু করে বাংলাদেশ। কিন্তু কোন এক কারণে টাইগারদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবুও কেন যেন বারবার বাংলাদেশ প্রসঙ্গে তিনি চলে আসেন।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে তাদেও মাটিতে টেস্টে হারানো। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে যে বাংলাদেশ। সেই টাইগারদের জয়ের ধারা হঠাৎ করেই এলোমেলো হয়ে যায় দক্ষিণ আফ্রিকা সফরে। কী কারণে দলের এমন পরিণতি তার কারণ খুঁজতে কোচকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেয় বোর্ড। কিন্তু হাথুরুসিংহে বোর্ডের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না করে ঘোষণা দেন পদত্যাগের।

ঠিক কি কারণে চন্ডিকা পদত্যাগ করেছেন জানতে চাইলে বিসিবি'র প্রেসিডেন্ট বলেছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের আগে টেস্ট ক্রিকেট থেকে ছয় মাসের বিশ্রাম চেয়েছিলেন সাকিব। এমন গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের অনুপস্থিতি নাকি মানতে পারেননি হাথুরু, যার কারণে দলের দায়িত্ব ছেড়েছেন। কিন্তু পাপনের ওই বক্তব্যেও সাথে একমত নন হাথুরুসিংহে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হাথুরুসিংহে। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাকিব ও বাংলাদেশের প্রসঙ্গে জিজ্ঞেস করলে হাথুরু বলেন, ‘এটা সত্যি নয়। নাজমুল হাসান পাপন সাহেব বেশ চালাক এবং অনেক বুদ্ধিমান একজন লোক। সে অবশ্যই অন্য কোন উদ্দেশ্যে নিয়ে এটির ব্যবহার করেছে।

তিনি আরো বলেন, সাকিবকে বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। উনি (পাপন) অবশ্যই অন্য কোন কারণে এসব বলেছে। এসব ব্যাপার সামলানোর ক্ষেত্রে অনেক বুদ্ধিমান তিনি।’

বাংলাদেশের পারফর্ম্যান্স যখন এত ভালো তখন কেন দায়িত্ব ছাড়লেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘বাংলাদেশকে আসলে আমার দেওয়ার মতো সব দেয়া হয়ে গিয়েছিল। তাছাড়া শ্রীলঙ্কাও আমাকে চারবার প্রস্তাব দিয়েছে। অনেকদিন পরিবারের বাইরে তাই এবার এইখানে পরিবারের সাথেই থাকার পরিকল্পনা আছে। আর নিজের দেশের কোচিং করানোর স্বপ্নটা তো পূরণ হচ্ছেই।’ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়