শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৬ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথের দৃঢ়তায় ড্র হলো মেলবোর্ন টেস্ট

আক্তারুজ্জামান: এ যেন এক পরীক্ষা, চরম ধৈর্যের পরীক্ষা। এক দলের লক্ষ্য  প্যাভিলিয়নে ফেরানো। আরেক দলের লক্ষ্য ক্রিজে আঁকড়ে থাকা। দুদলের এই পরীক্ষাতে শেষ পর্যন্ত হাসলো দুদলই। স্মিথ ও মিশেল মার্শের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় মেলবোর্ন টেস্ট ড্র করলো অস্ট্রেলিয়া।

বৃষ্টি বিঘিœত চতুর্থ দিনশেষে ২ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন ডেভিড ওয়ার্নার ও দলনায়ক স্টিভেন স্মিথ।

৬১ রানে পিছিয়ে থেকে আজ পঞ্চম দিনের খেলায় দলীয় ১৭২ রানে বিদায় নেন ধীর মেজাজে খেলতে থাকা ওয়ার্নার। ২২৭ টি বল খেলে ব্যক্তিগত ৮৬ রান করে ইংলিশ দলনায়ক জো রুটের বলে প্যাভিলিয়নে ফিরে যান প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এ ওপেনার।

ওয়ার্নার ফিরে গেলে ক্রিজে আসেন শন মার্শ। কিন্তু ব্রডের বলে বেয়ারিস্টোকে ক্যাচ দিয়ে ৪ রানেই ফিরে যান তিনি। অপর প্রান্তে তখনও দলকে আগলে রাখেন অজি কাপ্তান স্মিথ। শন মার্শের পর স্মিথের সঙ্গী হিসেবে আসেন শনের ভাই ও তৃতীয় টেস্টে ১৮১ রানের ইনিংস খেলা মিশেল মার্শ।

মিশেল মার্শকে সাথে নিয়ে ধীর গতিতে দলকে এগিয়ে নিয়ে যান স্মিথ। শেষ পর্যন্ত এই জুটিকে আর পরাস্ত করতে পারেনি ইংলিশ বাহিনী। ২৭৫ বলে ক্যারিয়ারের ২৩তম শতক তুলে নেন স্মিথ। স্মিথের সাথে সাথে দারুন দৃঢ়তার পরিচয় দেন মিশেল মার্শ। ১৬৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৮ ওভাওে ৮৫ রানের ধীর গতির এই জুটিতেই খেলার ভাগ্য ড্র নির্ধারণ হয়ে যায়।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৭ রান করে। জবাবে অ্যলিস্টার কুকের মহাকাব্যিক ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৯১ রান তুলে দারুন স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। কিন্তু চতুর্থ দিনের অর্ধেক খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ম্যাচের ভাগ্য ড্রয়ের দিকেই ঝুলে পড়ে। অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে আগেই সিরিজ জিতে আছে। মেলবোর্নে অপরাজিত ২৪৪ রানের ইনিংস খেলা অ্যালিস্টার কুক ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়