শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪১ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরায়নের ক্ষেত্রে ভূমি দূষণনীতি ও পুঁজিনির্ভর অর্থনীতিকে প্রাধান্য দিয়েছি

মারুফ হাসান নাসিম : এই বছর আমরা প্রমাণ করেছি, আমরা মনোস্তাত্ত্বিকভাবে নগরায়নের ক্ষেত্রে অন্তত ভূমি দূষণনীতি এবং পুঁজিনির্ভর অর্থনীতিকে প্রধান্য দিয়ে ফেলেছি। আমরা শহরমুখিতা ও গ্রামমুখিতার উপরে মর্যাদা দিয়ে এক ধরনের মনোস্তাত্ত্বিক বৈষম্যতায় ভুগছি। এই বছরই খুব পরিষ্কারভাবে স্পষ্ট হয়েছে, আমাদের নীতিমালাগুলো বিশেষ করে নগরায়ন নীতিমালাগুলো এখনো বৈষম্যতায় ভুগছে। সেই অর্থে আমরা অনেকগুলো পুঁজিনির্ভর প্রকল্পের দিকে ঝুঁকেছি। কিন্তু গণপরিবহন নির্ভর, কোনো গণমানুষের সুবিধানির্ভর, গণতান্ত্রিক পরিসরনির্ভর উন্নয়ন ধারাকে আমরা সংকুচিত করে ফেলেছি। একটি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার বছর ছিল কিন্তু আমরা পারিনি। দৈনিক আমাদের অর্থনীতির সাথে আলাপকালে বিশিষ্ট পরিবেশ ও নগরবিদ ইকবাল হাবীব এই সব কথা বলেন।

তিনি বলেন, আমরা উন্নয়ন বিনিয়োগ কার্যক্রমে একদম পুঁজিনির্ভর এবং বিদেশী ভাবাপন্নতায় ভুগছি। আমরা কেন্দ্রীভূতকরনের মাধ্যমে নগরকে আরও ভারাক্রান্ত করেছি। পুঁজিনির্ভর বড় বড় প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের ধনী কেন্দ্রিকতা কর্মধারা তৈরি করেছি। যদিও আমরা বলার চেষ্টা করেছি, এগুলো দৃশ্যমান উন্নয়ন কিন্তু আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তেমন কোনো উন্নায়ন আমরা করতে পারিনি। বিশেষ করে, ঢাকা নগরীকে দুই ভাগ করা, তারপর আবার একটা কম্পিটেটিভ পর্যালোচনা কার্যকর্মের শুরু করা। আমাদের সেইসব উচ্চাকাঙ্খাগুলো অল্প বয়সে আমাদের জন্য আরেক ধরনের পিড়াদায়ক অবস্থার সৃষ্টি করেছে। এর মানে দাঁড়িয়েছে, আমাদের সব ব্যবস্থাপনাগুলো ব্যক্তিনির্ভরতায় ভুগছে। প্রাতিষ্ঠানিক যে উন্নয়ন নির্ভরশীলতা বা প্রতিষ্ঠাননির্ভর উন্নয়ন কর্মধারা আমাদের না থাকার কারলে যে সমস্যায় আমরা ভুগবো বা ভুগছি এর মধ্য দিয়ে এটাই পরিষ্কার হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর আমরা আরও কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন, যানজট ও জলাবদ্ধতার মতো নতুন কিছু সমস্যা। জলবায়ুর বৈশ্বিক উষ্ণতার কারণে গ্রাম পর্যায় ছাড়িয়ে নগরেও এখন সময়-অসময় অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং চলাচল বৈকল্পহীনতার মতো সমস্যায় পড়তে হয়েছে। জলবায়ুর বৈশ্বিক উষ্ণতার জন্য যেসব পদক্ষেপ আমরা গ্রামপর্যায়ে নিয়ে থাকি, সেসব পদক্ষেপ এখন নগরের পর্যায়েও নিতে হবেÑ যা এই বছর আমরা উপলব্ধি করেছি। তুলনামূলকভাবে এ বছরই নগরবাসীদের মধ্যে বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কিছু নগরে, নগর মানুষের সম্পৃক্ততা এবং তাদের মধ্যে স্বপ্নের সঞ্চার হওয়ার বিরাট বৈপ্লবিক পরিবর্তনের ধারা সুচিত হয়েছে।

সম্পাদনা : খন্দকার আলমগীর হোসাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়