শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৪ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্ন ফাঁসের আতঙ্ক ছিল না, নির্ঝঞ্ঝাট বিসিএস পরীক্ষা

ডেস্ক রিপোর্ট : প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত অব্যাহত প্রশ্ন ফাঁসের আতঙ্ক কাটিয়ে নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো সরকারী কর্মকমিশনের (পিএসসি) ইতিহাসে সর্ববৃহৎ পরীক্ষা। প্রশ্ন ফাঁস রোধে পিএসসি ও আইনশৃঙ্খলা বাহিনীর নেয়া নজিরবিহীন নজরদারির মধ্যে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। যেখানে অংশ নিয়েছেন বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী। শান্তিপূর্ণ পরীক্ষা আয়োজনে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কমিশন।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক প্রশ্ন ফাঁসের আতঙ্কের মধ্যেও শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করে বলেছেন, জনমনে আতঙ্ক ছিল। আমাদের চেষ্টা ছিল যে কোন মূল্যে সুন্দর একটি পরীক্ষা আয়োজনের। কমিশনের ইতিহাসে সর্ববৃহৎ পরীক্ষা ছিল এটি, কারণ এখানে পরীক্ষার্থী ছিল বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ।

চেয়ারম্যান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পরীক্ষা সফলভাবে আয়োজন করা গেছে সকলের সহযোগিতার কারণেই।

আমি এজন্য সরকারের মন্ত্রিপরিষদ থেকে শুরু করে সকল মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থা, কমিশনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সকল পরীক্ষক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি আমরা কৃতজ্ঞ। শিক্ষার্থীদের প্রতিও আমরা কৃতজ্ঞ কারণ তারাও আমাদের এ পরীক্ষার সফল আয়োজনে সহযোগিতা করেছেন।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সতর্ক ছিলাম। বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় স্বাভাবিকভাবেই আমরা প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।

নিউজ পোর্টালের কবলে পড়ে পরীক্ষা দিতে পারেননি অনেকে ॥

এদিকে পরীক্ষা ভালভাবে শেষ হলেও বেশকিছু শিক্ষার্থী একটি কথিত অনলাইন নিউজ পোর্টালের দেয়া তথ্যে বিশ্বাস করে ক্ষতির সম্মখীন হয়েছেন। বিডিজবসকেরিয়ারস.কম www. bdjobscareers. com) নামের একটি অনলাইলে এ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছিল। অথচ এর তথ্য ছিল ভুল। জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়