শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৮ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুন হতে চাইনা ,বলে ফেসবুক থেকে বিদায় নিলেন অ্যাডমিন

আশিস গুপ্ত ,নয়াদিল্লি : ভারত জুড়ে শান্তি আছে, আছে সহিষ্ণুতা ! পহেলু খান ,আফরাজুল খান, গৌরী লঙ্কেশের খুনের ঘটনার পরেও তেমনই মনে করেন বিজেপি নেতা মন্ত্রীরা। কিন্তু এর মাঝেই কয়েকটি স্বর বেঁচে আছে। যেমন করে এতদিন ফেসবুকে নিজের মতো করে হিন্দু মৌলবাদ ও ধর্ম নিয়ে নোংরা রাজনীতির বিরোধিতা করে লিখছিলেন ‘‌হিউম্যানস অফ হিন্দুত্ব’‌ পেজের অ্যাডমিন। কিন্তু তাঁকেও যে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ঠিক যেমনটা হুমকি দেওয়া হত গৌরী লঙ্কেশকে। তাই প্রাণ বাঁচাতে আর্তি জানিয়ে ফেসবুক থেকে বিদায় নিলেন তিনি।

এই পেজের অ্যাডমিন ফেসবুকে লিখেছেন, আমি চাই না আমার পরিণতি আফরাজুল খান বা গৌরী লঙ্কেশের মতো হোক। আমার প্রাণ আমার খুব প্রিয়। আমি সেটি হারাতে চাই না। তাই ফেসবুক থেকে বিদায় নিচ্ছি।’‌ এতদিন ধরে মাঝে মাঝেই গোরক্ষা, গেরুয়া রাজনীতি নিয়ে নানা রকম হাসি ঠাট্টা করে মিম পোস্ট করা হত এই পেজে। মাত্র কয়েকদিন আগে তৈরি এই পেজটি ইতিমধ্যে সারা দেশেই নিজের এক বিস্তৃত সমর্থক গোষ্ঠী তৈরি করতে সক্ষম হয়েছিল। ফলে প্রায় প্রতিদিনই বাড়ছিল তাঁদের ফেসবুক ফলোয়ার। তাই মৌলবাদীরা নিজেদের রূপ চেনাতে দেরি করেনি। একাধিকবার প্রাণে মারারও হুমকি দেওয়া হয় তাঁকে। তাই বাধ্য হয়েই ফেসবুক ছাড়ল ‘‌হিন্দুত্বের মানুষ’‌—রা।আসলে সরকারপক্ষের নেতারা যাই বলুন না কেনো ,অসহিষ্ণুতা ক্রমবর্ধমান গোটা দেশজুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়