শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতার পুরোটা পেতে এবার লঙ্কান ক্রীড়া আইন বদলের দাবি হাথুরুসিংহের!

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান চন্ডিকা হাথুরুসিংহের আমলেই আমূল বদলে গিয়েছিল বাংলাদেশ। রীতিমতো জায়ান্ট দলে পরিণত তখনই। কিন্তু তারপরও তার নিন্দুকের অভাব ছিলো না এই বাংলাদেশে। এমনকি অনেক খেলোয়াড়ও ছিলেন প্রধান কোচের ওপর অসন্তুষ্ট। অনেকে মুখও খুলেছেন তার বিরুদ্ধে।

কারণ বিসিবির কাছ থেকে অসীম ক্ষমতা পেয়ে নিজেকে সর্বেসর্বা ভাবছিলেন কোচ। এবার শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েও একই ক্ষমতা চাইছেন এই লঙ্কান। ক্ষমতার পুরোটা পেতে প্রয়োজনে লঙ্কান ক্রীড়া আইন বদলের দাবি তুলেছেন হাথুরুসিংহে।

শ্রীলঙ্কান ক্রীড়া আইনে খেলোয়াড় নির্বাচনে কোচের কোন ভূমিকা নেই। এটা কেবলই নির্বাচকদের কাজ। কোচ নির্বাচকম-লীর অংশ নন। কিন্তু হাথুরু চান নিজের মতো করে দল সাজাতে। সেরা ইলেভেন বা একাদশও তার ইচ্ছে মতো হওয়া চাই। তাই নির্বাচক না হলে চলছে না তার। হাথুরুসিংহে বৃহস্পতিবার লঙ্কান দলের দায়িত্ব কলম্বোতে বুঝে পেলেন। অনুশীলন করালেন প্রথমবারের মতো।

এরপর ঘোষণার মতো করেই বললেন, ‘আমি একাদশ গঠনে পূর্ণ নিয়ন্ত্রণ ও দায়িত্ব চাই। এখানে ক্রীড়া আইন অনুযায়ী একজন কোচের সে এখতিয়ার নেই। তবে নির্বাচনে কোচের ভূমিকার ব্যাপারে তারা আমার অনুরোধ বিবেচনা করছেন।’

এদিকে শ্রীলঙ্কার খেলোয়াড়দের ফিটনেস নিয়ে খুব একটা খুশি ছিলেন না দেশটির ক্রীড়া মন্ত্রী দয়াসিরি জয়াসেকেরাও। কদিন আগেও খেলোয়াড়দের ‘অতিরিক্ত মোটা’ বলেছিলেন তিনি। এমনকি ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি দলের নির্বাচনে অসন্তুষ্ট ছিলেন তিনি। তাই হাথুরুসিংহের অনুরোধ গুরুত্বের সঙ্গেই নিয়েছেন বলে জানা গেছে।

তবে নির্বাচক প্যানেলে হাথুরুসিংহের ভূমিকা নতুন কিছু নয়। বাংলাদেশেও দল নির্বাচনে ছিল তার প্রত্যক্ষ ভূমিকা। মূল দল তিনিই সাজিয়ে দিতেন। সেটা কেবল পড়ে শুনাতেন নির্বাচকরা। এ নিয়ে সমালোচনাও হয়েছে ব্যাপক। তাকে নির্বাচক প্যানেলে ঢোকানোর বিরোধিতা করে তখন প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগও করেছিলেন ফারুক আহমেদ।

বাংলাদেশের দায়িত্ব পালনের আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের কোচ ছিলেন হাথুরুসিংহে। সেখানে খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করার জন্য মনোবিদ ফিল জন্সির শরণাপন্ন হয়েছিলেন তিনি। পরবর্তীতে বাংলাদেশের দলেও সে মনোবিদ কাজ করেছিলেন। এবার শ্রীলঙ্কা দলেও তাকে আনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়