শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪২ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি মেয়র পদে মনোনয়ন দৌড়ে সাকি ও ক্বাফি

রফিক আহমেদ : সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার শীর্ষ নেতারা বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনের (ডিএনসিসি) মেয়র পদে মনোনয়ন দৌড়ে আছেন জোনায়েদ সাকি ও আবদুল্লাহ আল ক্বাফি রতন। কিন্তু মেয়র প্রার্থী এখনো ঠিক করা হয়নি, দুই জনই সম্ভাব্য প্রার্থী। প্রার্থীতা চূড়ান্ত করতে আরো দু’তিন দিন লাগবে। শুক্রবার বাম জোটের নেতাদের সঙ্গে আলাপকালে তারা এ প্রতিদেকের কাছে এসব কথা বলেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনের (ডিএনসিসিতে) মেয়র প্রার্থী হতে চাই। আমার প্রার্থীতা নিয়ে নিশ্চিত করার ব্যাপারে সমমনা বাম দলগুলো আলাপ আলোচনা করছে। তারা বৈঠক করে কাকে বাম জোট থেকে একক প্রার্থী দেওয়া হবে বলে জানা গেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল ক্বাফি রতন বলেন, আমাকে পার্টি থেকে ডিএনসিসি’র উপ নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা নিয়ে গঠিত বাম জোট থেকে এখনো একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, আমরা ঢাকা উত্তর সিটি করপোনের উপ নির্বাচনে বাম জোটের একক মেয়র প্রার্থী দেবো। কিন্তু এখনো চূড়ান্ত করা হয়নি। অচিরেই বৈঠক করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

গণতান্ত্রিক বাম মোর্চার প্রধান সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ছয় বাম দলের সমন্বয়ে গঠিত বাম মোর্চা থেকে ডিএনসিসি’র প্রার্থী হিসেবে জোনায়েদ সাকিকে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু সিপিবি-বাসদ সাকির প্রার্থীতা এখনো নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী এখনো ঠিক করা হয়নি, দুই জনই সম্ভাব্য প্রার্থী। প্রার্থীতা চূড়ান্ত করতে আরো দু’তিন দিন লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়