শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঘাটায় ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থী আবুল কালাম জয়ী

রফিকুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ) প্রতীকে ৫ হাজার ২’শ ৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম আ’লীগ প্রার্থী জাকির হোসেন পেয়েছেন (নৌকা) প্রতীক ৩ হাজার ৪’শ ভোট।

ঘুড়িদহ ইউনিয়নের নির্বাচনে বৃহস্পতিবার সকাল হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮জন ও সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘুড়িদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৫ জন। তার মধ্যে পুরুষ ৯ হাজার ৯’শ ২৭ জন ও মহিলা ১০ হাজার ৭৮ জন। ভোট গ্রহণের জন্য ৯টি ভোট কেন্দ্রে ৫৫টি বুথ স্থাপন করা হয়। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র গুলোতে আইন শৃংখলা ব্যবস্থা জোরদার করা হয়।

নির্বাচনে দিনব্যাপী শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাঘাটা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আশিকুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর যাবৎ এই ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়