শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লাব পরিবর্তনের অনন্য রেকর্ড সেবাস্তিয়ানের

স্পোর্টস ডেস্ক: পেশাদার ফুটবলের জগৎটা একেবারেই অন্যরকম। কেউ কেউ এক ক্লাবেই ক্যারিয়ার শেষ করেন। আবার অনেকেই পোশাক বদলের মতো ক্লাব পাল্টান। যার অনন্য এক উদাহরণ সেবাস্তিয়ান আব্রু!

চল্লিশের কোঠায় যেয়েই অনেকে বুট তুলে রাখেন। কেউ নেমে পড়েন কোচিং পেশায় কেউবা অন্য কোনো কাজে। সেবাস্তিয়ান আব্রু সেখানে ৪১ বছর বয়সেও খেলে চলছেন! উরুগুয়ের এ স্ট্রাইকার গতকাল চিলির শীর্ষস্থানীয় লিগের ক্লাব অডাক্স ইতালিয়ানোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আব্রুর ২৪ বছরের ফুটবল ক্যারিয়ারে এটা ২৬তম ক্লাব!

অডাক্সে যোগ দেওয়ার মধ্য দিয়ে গিনেজ বইয়ে লুৎজ ফানেনস্টিলের রেকর্ড ভেঙেছেন আব্রু। ২৫টি ভিন্ন ভিন্ন দলে খেলে সবচেয়ে বেশি সংখ্যকবার ক্লাব পাল্টানোর রেকর্ডটা এত দিন ধরে রেখেছিলেন সাবেক জার্মান গোলরক্ষক ফানেনস্টিল। তাঁর সেই রেকর্ড ভেঙে আব্রু গড়লেন নতুন রেকর্ড। উরুগুয়ের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ গোলদাতা সাবেক স্ট্রাইকারটি এখন সবচেয়ে বেশিসংখ্যক ক্লাবে খেলা ফুটবলারও।

ডিফেন্ডার হিসেবে ১৯৯৪ সালে আব্রু পা রেখেছিলেন পেশাদার ফুটবলে। গোল করায় সহজাত দক্ষতা থাকায় পজিশন পাল্টে স্ট্রাইকার হয়ে যান। দেশের ক্লাব ডিফেন্সর থেকে ১৯৯৪ সালে সান লরেঞ্জো এবং তারপর দেপোর্তিভোয় নাম লিখিয়ে আব্রু পা রাখেন ইউরোপে।

এরপর থেকেই পাল্টে যাচ্ছেন ক্লাবের পর ক্লাব। সে পথে তিনি যেন ‘বিশ্ব নাগরিক’ পেয়েছেন ১১টি দেশের নাগরিকত্ব! অবশ্য আব্রু যার রেকর্ড ভাঙলেন সেই ফানেনস্টিলও কম যান না। প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে ফিফার ছয়টি কনফেডারেশনসে (এশিয়া, আফ্রিকা, উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল, লাতিন আমেরিকা, ওশেনিয়া এবং ইউরোপ) খেলার রেকর্ডটা এখনো যে তাঁর দখলে! –ইয়াহুস্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়