শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৪০ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে ২ মাস আটক থাকার পর মুক্তি পেলেন ৪ সংবাদকর্মী

সারোয়ার জাহান : মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দেশটির পার্লামেন্টের কাছে হেলিকপ্টার থেকে ড্রোন দিয়ে ছবি তোলার দায়ে অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিদেশি দুই সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে মুক্তি দেয়া হয়েছে। ২ মাস আটক থাকার পর শুক্রবার তাদের মুক্তি দেয়া হয়।

মুক্তিপ্রাপ্তরা হলেন তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টার্কিশ রেডিও ও টেলিভিশনের ক্যামেরা পারসন লাউ হন মেং, প্রতিবেদক মক চাই লিন ও তাদের স্থানীয় দোভাষী অং নাইং সোয়ে ও চালক হ্লা থিওকে মুক্তি দেয় মিয়ানমার।

শুক্রবার সকালে মুক্তিপ্রাপ্তদের মধ্যে দোভাষী ও গাড়িচালক জেল থেকে ছাড়া পেয়েছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

গত ১১ নভেম্বর মিয়ানমারের একটি আদালত এই চারজনকে দুই মাসের কারাদণ্ড দেয়। তবে এ সাজার প্রেক্ষিততে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এদিকে, গত ২৭ ডিসেম্বর দুই বিদেশি সাংবাদিক সিঙ্গাপুরের নাগরিক লাউ ও মালয়েশিয়ার বাসিন্দা মক চাই লিনকে ১৫ দিনের রিমাণ্ড দিয়েছিলেন দেশটির একটি আদালত।

গত ২৩ অক্টোবর ওই দুই বিদেশি সাংবাদিক ও তাদের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আমদানি-রফতানি আইন লঙ্ঘনের অভিযোগে মামলা হয়। এতে অপরাধ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত জেল হতে পারত।

সূত্র : বিবিসি/এবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়