শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প প্রশাসনের কর্মীর বিরুদ্ধে মার্কিন গায়িকার অভিযোগ

প্রিয়াংকা পান্ডে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ক্যাম্পেইন ম্যানেজার ও রাজনৈতিক ভাষ্যকার করনি লেওয়ানডস্কির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন মার্কিন সংগীতশিল্পী জয় ভিলা। গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সম্মেলনে লেওয়ানডস্কি ইচ্ছাকৃতভাবে তাকে অনৈতিক স্পর্শ করে বলে জানায় জয়। যদিও সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে লেওয়ানডস্কি।

সম্প্রতি সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করে জয় জানায়, তার বন্ধুদের পরামর্শে সে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে।

যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জয় ভিলা বলেন, ‘এবিষয়ে মুখ খোলা নিয়ে প্রথম দিকে আমি আতঙ্কিত ছিলাম।’

প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম সমর্থক জয় ভিলা, এবছর ‘গ্রামি অ্যাওয়ার্ডস’ গ্রহণের সময়ও ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানওয়ালা পোশাক পরেছিলেন। ওই অনুষ্ঠানে লেওয়ানডস্কির সঙ্গে ছবি তুলেছিলেন এবং সেটিই ছিল তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ বলে দাবি করেছেন তিনি।

জয় ভিলা অভিযোগ করেছেন, লেওয়ানডস্কি তার নিতম্বে আঘাত করেন। পরবর্তীতে জয় তাকে সতর্ক করার পর আবারো তিনি একই কাজ করেন। সেসময় জয় তাকে সতর্ক করলেও ফলশ্রুতিতে বিষয়টি হেসে উড়িয়ে দেয় লেওয়ানডস্কি ।

২০১৭ সালে হলিউড স¤্রাজ্যের আলোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইন থেকে শুরু হওয়া যৌন হয়রানির বিরুদ্ধে ওঠা আওয়াজ এখন ছড়িয়েছে সারা বিশ্বে। হ্যাশট্যাগ মি টু দিয়ে যে আলোড়ন উঠেছিল তার রেশ ধরে এখনো বিভিন্ন মানুষের মুখোশ উন্মোচন হচ্ছে। আশা করা যায়, নতুন বছরে নতুন করে আর কোন নারীকে হয়রানির সম্মুখীন হতে হবে না। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়