শিরোনাম

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫১ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্মি আর্মির শুজ ওয়েব দেখলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: দলকে নিঃস্বার্থ সমর্থন দেওয়া, গান গেয়ে গ্যালারি মাতিয়ে রাখা, প্রতিপক্ষের ফিল্ডারদের ক্ষেপিয়ে তোলা। নানান কাজে দলকে সমর্থন জোগাতে বেশ পারদর্শী ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক বার্মি আর্মি। তেমনই দলকে সমর্থন দিতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অ্যাশেজের বক্সিং ডে টেস্ট দেখতে গেছেন প্রায় দেড়শজন বার্মি-আর্মি সমর্থক। সাধারণত বার্মি আর্মিদের কেউ ঘাটায় না। তাদের ঘাটালে তার ফলাফল যে খুব একটা ভালো হয় না তা টের পেলেন এমসিজির এক নিরাপত্তাকর্মী।

বড় কোন ঘটনা নয়, গ্যালারিতে খালি পায়ে থাকা এক বার্মি-আর্মি সমর্থককে জুতা পরতে বলেছিলেন ঐ নিরাপত্তাকর্মী। এ নিয়ে সেই বার্মি-আর্মি সমর্থক তর্কে জড়ান নিরাপত্তাকর্মীর সঙ্গে। ব্যস! এমসিজি দেখে ফেলল বার্মি-আর্মিদের কারিশমা।

গ্যালারিতে থাকা দেড়শ জন বার্মি-আর্মি সমর্থকদের সবাই একসঙ্গে পায়ের জুতা খুলে তুলে ধরলেন মাথার উপর। সঙ্গে গান শুরু হলো, ‘শুজ অফ, ইফ ইউ আর ইংল্যান্ড, শুজ অফ।’ ব্যতিক্রমী প্রতিবাদের মুখে পড়ে বেশ অবাকই হয়েছেন সেই নিরাপত্তাকর্মী। আশেপাশের অন্য নিরাপত্তাকর্মীরাও বেশ মজা পেয়েছেন বার্মি-আর্মিদের এমন অভিনব প্রতিবাদে।

সেই সমর্থক জুতা খুলে রেখেছিলেন মেলবোর্নের ৩৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে না পেরে। এমন তাপমাত্রায় ইংলিশদের যে বেগ পেতে হচ্ছে তা বেশ ভালোমতোই বুঝেছে সবাই। গ্যালারির মেক্সিকান ওয়েবের সঙ্গে সবাই কমবেশি পরিচিত। তবে এই সুযোগে শুজ ওয়েবের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিল ইংল্যান্ডের সমর্থকরা।

বার্মি-আর্মিতে রীতিমতো মুগ্ধ অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। বলেন, ‘রান, উইকেট কিংবা ভালো একটা ডেলিভারির জন্য সবাই হাততালি দেয়। কিন্তু বার্মি-আর্মি তা সারাদিন ধরেই করে যায়। আমি ওদের ভালোবাসি। দেখা যায় হুট করে জেরুজালেম নিয়ে গান ধরেছে, আবার খানিক পরই নিজেদের লেখা গান ধরবে। এভাবেই ওরা পুরো গ্যালারি মাতিয়ে রাখে।’

এবারের অ্যাশেজে অজিদের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে জো রুটদের হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে অ্যালিস্টার কুকের ডাবল সেঞ্চুরিতে লড়ছে ইংলিশরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়