শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৭ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সরকারের দুই মেয়াদে মৌলিক গবেষণায় অগ্রগতি যথেষ্ট’

মতিনুজ্জামান মিটু: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ বলেছেন, বর্তমান সরকারের দুই মেয়াদে মৌলিক বৈজ্ঞানিক গবেষণায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি ২০১৬-২০১৭ অর্থবছওে বিভিন্ন ফসলের ২৮টি জাত ও ৩০টি বিভিন্ন ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করে বারি। এই নিয়ে ২০০৯-২০১৩ এবং বর্তমান মেয়াদের এযাবত বিভিন্ন ফসলের প্রায় ২০০টি উচ্চ ফলনশীল উন্নত জাত ও হাইব্রীড এবং ১৫০ টি উন্নত ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় (এপিএ) চলতি ২০১৬-২০১৭ অর্থ বৎসরের ওই ২৮টি জাত ও ৩০টি বিভিন্ন ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করা হয়।

দেশের সর্ববৃহৎ বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান এটি। দেশের সার্বিক কৃষি উৎপাদন বাড়িয়ে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জন, কৃষকের আয় বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিই এর লক্ষ্য। বারি লক্ষ্য পূরণে বিভিন্ন প্রকার দানা জাতীয় শস্য, কন্দাল ফসল, ডাল, তেল ফসল, সবজি, ফল, ফুলসহ প্রায় ২০৮টি ফসলের ওপর গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

গম, ভুট্টা, আলু, ডাল ও তেলবীজ, শাক-সব্জী, ফল, ফুল ও মসলাসহ বিভিন্ন ফসলের এপর্যন্ত ৫০৯টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ) উন্নত জাত এবং ৪৮২ টি অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে যার মধ্যে অনেক প্রযুক্তি বর্তমানে মাঠ পর্যায়ে কৃষক ব্যবহার করছে এবং তা উৎপাদন বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে।

ড. আবুল কালাম আযাদ বলেন, মৌলিক বৈজ্ঞানিক এবং মৌলিক কৌলিতাত্ত্বিক গবেষণা বিশেষত: জিন ম্যাপিং, জিন ক্লোনিং, জেনেটিক ট্রান্সফরমেশনসহ জিএম ফসলের কাঙ্খিত জাত উৎপাদনে বাস্তব অগ্রগতি এবং ইতোমধ্যে ৪টি জিএম ফসলের জাত মুক্তায়িত হয়েছে। নিয়ন্ত্রিত পরিবেশে মাটির পরিবর্তে পানিতে গাছের দরকারি খাদ্য উপাদান সরবরাহ করে সবজি, ফল ও ফুল উৎপাদনে হাইড্রোপনিক্স পদ্ধতির উপর মৌলিক বৈজ্ঞানিক গবেষণা মাধ্যমে অদ্যবধি ১৫ টি বিভিন্ন উচ্চ মূল্যের সবজির চাষাবাদের প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। জৈব বালাইনাশক (ফেরোমন ফাঁদ, মাইক্রোবিয়াল ইত্যাদি) ভিত্তিক সমন্বিত বালাই ব্যবস্থাপনার উপর বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে উদ্ভাবিত বেশ কিছু লাগসই প্রযুক্তি সবজি ও ফল ফসলে বিষাক্ত বালাইনাশক এর উপুর্যপুরি ব্যবহার কমাতে সক্ষম হয়েছে। দেশের ব্লু ইকোনোমিতে অবদান রাখার সুযোগ সৃষ্টিতে ২০১৬ সালে সামুদ্রিক শৈবালের উপর গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৮ প্রজাতি (২টি সবুজ, ৩টি লাল, ৩টি বাদামী) নিয়ে অভিযোজন পরীক্ষা শুরু করা হয়েছে। বিশ্বায়ন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে আমাদের এই ক্রম হ্রাসমান কৃষি জমি থেকে ক্রম বর্ধমান জনগোষ্ঠির খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে এবং ২০২১ ও ২০৪১ রূপকল্প বাস্তবায়নে ও এসডিজি এর লক্ষ্য অর্জনে বিএআরআই নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়