শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হ্যারি মেগানের বিয়েতে অতিথি ওবামা না ট্রাম্প

মরিয়ম চম্পা : ব্রিটিশ রাজকুমার পিন্স হ্যারি ও ভাবি বধু মেগান মার্কেলের বহুল প্রত্যাশিত বিয়েতে অতিথী ওবামা নাকি ট্রাম্প। নতুন বছরের আলোচিত এই জুটির বিয়েকে কেন্দ্র করে অতিথীর তালিকায় কে স্থান পাবেন! বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নাকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট সেটা নিয়ে রীতিমতো বিতর্ক দেখা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে।
এদিকে, ব্রিটিশ ও মার্কিন সরকারের কুটনীতিকদের কাছে হ্যারি তাদের বিয়ের দাওয়াতে তালিকার বিতর্ক এড়াতে জানিয়েছে যে, আমন্ত্রণের তালিকা পরিকল্পনা এখনও চুড়ান্ত হয়নি।
সম্প্রতি বিবিসি রেডিও অনুষ্ঠানের এক বিশেষ সাক্ষাতকারে হ্যারি ওবামাকে জানতে চান, হ্যারি-মেগানের বিয়েতে তাকে আমন্ত্রণ জানানো হলে সে উপস্থিত থাকবে কি না? উত্তরে ওবামা জানায় নিশ্চয়ই, বিস্ময়কর এই আমন্ত্রণ থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না।
এ বিষয়ে রাজপরিবারের বিস্বস্ত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম জানায়, হ্যারি মেগান যুগল ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তাদের বিয়েতে বারাক ওবামা এবং মিশেল ওবামাকেই চূড়ান্তভাবে আমন্ত্রণ জানানো হবে, তারা দুজনই রাজপরিবারের পারিবারিক বন্ধু। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত তো দূরের কথা তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
মার্কিন অভিনেত্রী মেগান ইতোমধ্যে ট্রাম্পের সমালোচনা করে আলোচনায় এসেছেন। এছাড়া যুক্তরাজ্যে ট্রাম্পের আনুষ্ঠানিক সফর নিয়ে বিতর্কের ঝড় নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে দেখতে চান না দেশটির লাখ লাখ মানুষ। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়