শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০১:১১ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে বিএনপি নেতাদের ওপর হামলা

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : জেলা সদরের দলীয় কর্মসূচীতে আসার পথে বৃহস্পতিবার সকালে যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে বিএনপির চার নেতাকে মারধর করে আহত করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান জানান, বৃহস্পতিবার সকালে বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে কর্মী সভা ছিলো। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন। কর্মী সভায় যোগদানের জন্য গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহে আলম ফকির তার সহদর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনিস ফকির ও রাজিহার ইউনিয়ন যুবদলের সহসম্পাদক দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে সকাল সাতটায় বাসযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

এসময় বাসষ্ট্যান্ডে পূর্ব থেকে ওৎপেতে থাকা সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ১০/১২জন নেতাকর্মীরা বাসের মধ্য থেকে বিএনপি নেতা শাহে আলম ফকির, তার সহদর যুবদল নেতা আনিস ফকির ও দেলোয়ার হোসেনকে টেনে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

ওইসময় বাসে থাকা অন্যান্য নেতাকর্মীরা হামলার ভয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়। একই সময় আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে বাস থামিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে চাঁদশী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য রুহুল আমিনকে নামিয়ে মারধর করে আহত করে।

গৌরনদী পৌর বিএনপির সভাপতি এসএম মনির-উজ জামান মনির জানান, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গৌরনদী বাসষ্ট্যান্ড, কসবা ও আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার ভোর থেকে চেক পোস্ট বসিয়ে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের বরিশালের কর্মীসভায় আসতে বাঁধা প্রদান করে।

তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শাহে আলম ফকির, যুবদল নেতা আনিস ফকির ও দেলোয়ার হোসেনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়