শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:২৭ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলবোর্নের দ্বিশতকে কুকের যতো রেকর্ড

আক্তারুজ্জামান: চলমান অ্যাশেজে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনটা যদি হয়ে থাকে ইংল্যান্ডের। তবে তৃতীয় দিনটা শুধুই অ্যালিস্টার কুকের! সেঞ্চুরিকে রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরিতে। আর এই ডাবলে কয়েকটি রেকর্ড ভেঙেছেন আবার গড়েছেন।

বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান। আর বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে অপরাজিত আছেন ২৪৪ রানে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সফরকারী কোনো ব্যাটসম্যানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এটিই।

এটা তো গেল গড়ার কথা। এটা গড়তে গিয়ে কুক ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের ৩৩ বছরের রেকর্ড। ১৯৮৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ভিভের খেলা ২০৮ রানের ইনিংস ছিল আগের রেকর্ড।

এছাড়াও মেলবোর্নের এই দ্বিশতকে যে রেকর্ডগুলো গড়েছেন তা হলো-

*অস্ট্রেলিয়ার বড় পাঁচটি ভেন্যুর দুটিতে সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এখন কুকের। ২০১০-১১ অ্যাশেজে তিনি ব্রিসবেনে খেলেছিলেন অপরাজিত ২৩৫ রানের ইনিংস। যেটি গ্যাবায় সফরকারী কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।

*অস্ট্রেলিয়ার মাটিতে দুটি বা এর বেশি ডাবল সেঞ্চুরি করা মাত্র তৃতীয় সফরকারী ব্যাটসম্যান কুক। অন্য দুজন ওয়ালি হ্যামন্ড ও ব্রায়ান লারা। এর মধ্যে হ্যামন্ডের আছে তিনটি।

*কুকের অপরাজিত ২৪৪ রান অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের ব্যাটসম্যানের পঞ্চম সর্বোচ্চ। আর সর্বোচ্চ লেন হাটনের ৩৬৪, ১৯৩৮ সালে ওভালে।

*গত আগস্টে এজবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কুক করেছিলেন ডাবল সেঞ্চুরি। এরপর ১০ ইনিংসে নেই কোনো ফিফটি। মেলবোর্নে পঞ্চাশ ছুঁয়েই সেটিকে ডাবলে রূপ দিলেন। কুক ছাড়া এ বছর একের অধিক ডাবল সেঞ্চুরি আছে শুধু বিরাট কোহলির (৩টি)।

*১০ ঘণ্টারও বেশি সময় ক্রিজে থেকে ৪০৯ বলে ২৭টি চারে ২৪৪ রানে অপরাজিত আছেন কুক। যেটি গত সাত বছরে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো ব্যাটসম্যানের দীর্ঘতম ইনিংস। ২০১০ সালে গ্যাবার কুকেরই অপরাজিত ২৩৫ ছিল আগের রেকর্ড।

*কুকের দেড়শ বা এর বেশি রানের ইনিংস হলো ১১টি, যা ইংল্যান্ডের ব্যাটসম্যানের সর্বোচ্চ। এমন ইনিংস ১০টি করে আছে ওয়ালি হ্যামন্ড, লেন হাটন ও কেভিন পিটারসেনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়