শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:২৫ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘স্বাধীনতা বিরোধী শক্তির রাজনীতি করার অধিকার নেই’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জামায়াত-বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তিদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শেখ সেলিম বলেন, অতীতে ষড়যন্ত্র ছিল, এই ষড়যন্ত্র এখনও চলছে। আজকে পরাজিত শক্তিরা বাইরে বসে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনাকে কিভাবে পরাজিত করা যায়! জামায়াত-বিএনপি স্বাধীনতা বিরোধী শক্তি, এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বিশ্বের কোথাও পরাজিত শক্তির রাজনীতি করার অধিকার নাই। এরা বসবাস করে বাংলাদেশে, আর স্বপ্ন দেখে পাকিস্তানের।

তিনি বলেন, শোষণ, বঞ্চনা ও অন্যায়মুক্ত বাংলাদেশে গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সে জন্য যুবলীগ নেতাদের সতর্ক থাকতে হবে। যাতে কোনো নাশকতা করতে না পারে। কোনো রকম অরাজকতা সৃষ্টি করতে না পারে।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাইনুল হাসান খান নিখিল প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়