শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের ঘোষণা বিরোধী দলের

সাইদুর রহমান: চতুর্থ দফায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনও পুতিনের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। অন্যদিকে প্রধান বিরোধী দল প্রেসিডেন্ট নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। খবর আল-জাজিরার।

এরআগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিরোধী দলের প্রধান নাফেলানিকে নির্বাচনে অংশ নিতে বাধা দিয়েছে। দুর্নীতির অভিযোগে নাফেলানিকে কারাদণ্ড দেয়ার কারণে তাকে অযোগ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর আগে নাভালনিকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করায় বুধবার সমগ্র রাশিয়া জুড়ে লাগাতার বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিরোধীদল

এছাড়াও রুশ আইনে সাজাপ্রাপ্ত কোনো আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না এমন তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলে বয়কটের সিদ্ধান্ত নেন পুতিনের কট্টর সমালোচক ও মানবাধিকারকর্মী নাভালনি। যদিও তার সমর্থকরা বলছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে কৌশলে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে বয়কট প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বয়কটের বিষয়টি আইনানুযায়ী হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়