শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ সফর ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ভারতের!

স্পোর্টস ডেস্ক: ভারতের কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক কোহলি চলতি বছর টেস্টে সাফল্যে ভরা ছিল ভারতের। ৯টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। যদিও এর ৬টি ছিল ঘরের মাঠে। তবে আগামী বছর ঘরের বাইরে সিরিজ দিয়ে শুরুটা করবে ভারতীয় দল। তাই আগামী বছরকে একভাবে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন দলটির কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী মনে করেন বিদেশ সফরের সময়টাই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ভারতের, ‘দেশের বাইরে কন্ডিশনটা হবে পরীক্ষামূলক। তবে এটা মনে রাখতে হবে আগামী এক থেকে দেড় বছর সময়টাই ভারতের ক্রিকেট কোন দিকে যাচ্ছে সেটা নির্ধারণ করে দেবে।’

নতুন বছরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন কোচ শাস্ত্রী। তিনি আরও জানান সবাই সতর্ক আসন্ন সফর নিয়ে, ‘পুরো দলই সামনের সফর সম্পর্কে ভালোভাবে জানে। আমি বলতে পারি আগামী ১৮ মাস পর এই দলটা আরও ভালো ক্রিকেট দল হিসেবে জ্বলে উঠবে।’

দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জ সম্পর্কে জানা আছে শাস্ত্রীর। তবে এও স্মরণ করে দিলেন যে এই দলটাই একসঙ্গে খেলছে চার-পাঁচ বছর, ‘এই দলটাই একসঙ্গে চার-পাঁচ বছর ধরে খেলছে। মনে করি এই অভিজ্ঞতাই ওদের ভালো জায়গায় যেতে সহায়তা করবে। কন্ডিশন অবশ্যই চ্যালেঞ্জিং তবে আমি আগেও বললাম এখনও বলছি এই সময়টাই আমাদের ভবিষ্যৎ ক্রিকেট কোন দিকে যাবে সেটা নির্ধারণ করে দেবে।’ বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়