শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে দুশ্চিন্তায় পিএসসি

জুয়াইরিয়া ফৌজিয়া : আগামীকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় আছে পিএসসি। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোর নজরদারি করতে চিঠি দিয়েছে পিএসসি। সূত্র- ইনডিপেনডেন্ট টিভি

চলতি বছর এসএসসি, এইচএসসিসহ সকল বোর্ড পরীক্ষার বেশকিছু প্রশ্ন ফাঁস হয়েছে। সেই সাথে সরকারি ব্যাংক ও অন্যান্য চাকরির পরীক্ষারও প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে।

এ অবস্থায় শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় এবার ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী অংশ নিবে। যা রেকর্ডসংখ্যক।

এই পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। গোয়েন্দা সংস্থাগুলো এ জন্য পরীক্ষার আগের দিন ও রাতে কঠোর নজরদারি করবে।

পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক বলেন, সবসময় যেকোনো পরীক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে প্রশ্ন ফাঁস হয়ে যায় কি না। প্রশ্ন যেনো ফাঁস না হয় সেই বিষয়ে আমরা সব ব্যবস্থা নিয়েছি। অনেকগুলো সেটের প্রশ্নপত্র করা হয়েছে। আর এবারই প্রথম বাংলা এবং ইংরেজি মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। ঢাকাসহ ৮টি বিভাগে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এবারই প্রথম ময়মনসিংহ বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকরা বলেন, প্রশ্নফাঁসের যে সংস্কৃতি শুরু হয়েছে তাতে যে কোন পরীক্ষার আগে সবার মধ্যেই আতঙ্কিত পরিবেশের সৃষ্টি হয়।

শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রশ্নপত্র ফাঁস এর থেকে বড় দুর্নীতি আর কি হতে পারে। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি দমন এটা অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার।

সবশেষ ২০১২ সালে ৩৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল। সে সময় নির্দিষ্ট দিনে পরীক্ষা স্থগিত করে পরে ওই পরীক্ষা নেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়