শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:১২ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনসিসি উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু মেয়র প্রার্থীদের

হ্যাপী আক্তার: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে মেয়র প্রার্থীরা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগও শুরু করেছেন তারা। অন্য দিকে ভোটাররা বলছেন, সুষ্ঠু, অবাদ ও অংশ গ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে প্রয়াত মেয়র আনিসুল হকের মতোই সৎ ও যোগ্য মেয়র চান তারা। সূত্র: নিউজ টোয়েন্টিফোর

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়রপদ ৪ ডিসেম্বর শূন্য ঘোষণা করা হয়। এজন্যে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে উপ-নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

জানুয়ারীর মধ্যে তফসিল ঘোষণা থাকার কথা থাকলেও এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম।

ব্যবসায়ী নেতা ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম বলেছেন, গ্রীন সিগনাল পেয়েছেন বলেই কাজ শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের জন্য। তবে, প্রয়াত আনিসুল হকের স্বপ্নের ঢাকা বাস্তবায়নের জন্যে অসম্পন্ন কাজগুলোকে সম্পন্ন কতেই কাজ করতে চান সকলের সহযোগীতায়। তবে, দল যদি মনোনয়ন দেয় তাহলেই সম্ভব।

অন্য দিকে ডিএনসিসি গত সিটি নির্বাচনে লড়াই করা তরুণ বিএনপি নেতা ও ব্যবসায়ী তাবিথ আউয়াল এবারও বিএনপির সমর্থন পাচ্ছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছেলের পক্ষে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছে, বিএনপি বড় একটি দল সেখানে অনেক ভালো প্রার্থী আছে। তবে সব ভালোর মধ্যে সবচেয়ে ভালো প্রার্থী যে দল তাকেই মনোনয়ন দেবে। তাবিথ আউয়ালকে মনোনয়ন দিলে সে প্রার্থী ও মেয়র হিসেবে ভালো করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

যেখানে প্রধান দুই দলের প্রস্তুতি চলছে, তখন ভোটারা বলছেন, আনিসুলের রেখে যাওয়া উন্নয়নমূলক কাজগুলোকে বাস্তবায়ন করতে পারবেন এমন যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। আনিসুল হক একজন সৎ ও মেধাবী যোগ্য প্রার্থী ছিলেন তাই তিনি জনগনের সমর্থ পেয়েছেন। নগরবাসীর প্রত্যাশা কতখানি পূরণ হবে এখন তার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়