শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৭ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহির্বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে ছয় শ নারী

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : আমেরিকার কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ বলেছেন, বাংলাদেশের বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ছয়শ’ নারী কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য সামগ্রীর কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে পরিচিত করেছে।

স্থানীয় তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রেখে বৈদেশিক মূদ্রা অর্জনে সহায়তাকারী ছয়শ’ নারী উৎপাদনকারীকে নিয়ে আগৈলঝাড়ায় হস্তজাত শিল্প প্রতিষ্ঠান ‘প্রকৃতি বাংলাদেশ’ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রকৃতি বাংলাদেশ’ এর মাদার প্রকল্প এমসিসি (মেনোনাইট সেন্ট্রাল কমিটি)’র আমেরিকার কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ তার বক্তব্যে প্রকৃতি’র ভুয়সী প্রশংসা করে আরও বলেন, ১৯৮৭ সালে আগৈলঝাড়ায় কেয়া পাম হ্যান্ডি ক্রাফট্স মাত্র সাতজন নারী কর্মী নিয়ে ছয় লাখ ডলার মূল্যের রপ্তানী বাজারে প্রবেশ করে। যা আজ ইংল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে ২০লাখ ডলারের উৎপাদিত হস্তশিল্প রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

আগৈলঝাড়ার কালুরপাড় বিবর্তন হ্যান্ড মেইড পেপার প্রজেক্ট অফিস প্রাঙ্গণে প্রকৃতি বাংলাদেশের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল থেকে মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে অতিথিদের বক্তব্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি বাংলাদেশের পরিচালক এলিজাবেথ, এমসিসি কান্ট্রি প্রতিনিধি মি. জর্জ এর স্ত্রী লিওরা, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হেম চন্দ্র বৈদ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ডেন্টাল সার্জন অমূল্য রতন বাড়ৈ। বক্তব্য রাখেন প্রকৃতি প্রকল্পের ম্যানেজার সজল দত্ত, পাপড়ী মন্ডল, জগন্নাথ দত্ত, কালীপদ অধিকারী, ডিজাইনার খোকন সমদ্দার প্রমুখ।

সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার পাঁচটি প্রকল্পে ১৩৫জন স্টাফ ও এক হাজার অনিয়মিত, ছয়শ’ নিয়মিত নারী কর্মীর অক্লান্ত প্রচেষ্টায় তাদের উৎপাদিত হস্তশিল্পের পণ্য সামগ্রীর কারণে আগৈলঝাড়া তথা বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পরিচিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়