শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলবোর্নে অ্যালিস্টার কুকের ডাবল সেঞ্চুরি

 

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। চতুর্থ দিন শেষে ২৪৪ রানে অপরাজিত আছেন কুক। ৯ উইকেটে ৪৯১ রান করে ১৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে ইংলিশরা।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে গতকাল দিন শেষে ১০৪ রান করে অপরাজিত ছিলেন অ্যালিস্টার কুক। আজ দিনের শেষ সেশনে তিনি ডাবল সেঞ্চুরি পূরণ করেন। ব্যক্তিগত রান যখন ছিল ১৯৮ তখন জ্যাকসন বার্ডকে বাউন্ডারি মেরে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি।

সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় ব্রায়ান লারা ও শিবনারায়ন চন্দরপলকে পেছনে ফেলে বর্তমানে রয়েছেন ষষ্ঠ স্থানে। তার সংগ্রহ ১১ হাজার ৯৫৪ রান। তার আগে ১২ হাজার ৪০০ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন লঙ্কান কুমার সাঙ্গাকারা।

গত ২৬ ডিসেম্বর শুরু হয়েছে ম্যাচটি। প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা ৩২৭ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। গতকাল নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। দুই উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে তারা দিনের খেলা শেষ করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়