শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:২১ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা ডাক্তারদের আবাসিক সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

জান্নাতুল ফেরদৌসী: স্বাস্থ্য সেবা আরও সহজতর করতে প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের ট্রাস্ট ফান্ড গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: একাত্তর টিভি, আরটিভি, ডিবিসি নিউজ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালে এই অ্যাম্বুলেন্সগেলো মানুষের সেবার কাজে লাগবে। সেই সঙ্গে হাওরাঞ্চলে, বিশেষ করে যে সকল অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে সুযোগ-সুবিধা নেই সেসকল অঞ্চলের জন্যও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো। আমরা মাতৃ মৃত্যুহার ও শিশু মৃত্যুর হার কমিয়েছি, খাদ্য নিরাপত্তা ও খাদ্য সচেতনতা বাড়াচ্ছি। যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় মানুষের হাঁটাহাটি কমে গেছে ফলে ডায়াবেটিস এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। তাই সচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে মন দিয়ে স্বাস্থ্য সেবা দেয়ার কথা বলেন তিনি।

মেডিকেল কলেজের ট্রাস্ট ফান্ড গঠন ও সব মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসার মান বজায় রাখারও তাগিদ দেন তিনি।

উপজেলায় ডাক্তারদের আবাসিক সমস্যা সমাধান করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়