শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:০১ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা নিখোঁজ

রবিন আকরাম: এবার নিখোঁজ হলেন বেসরকারি ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মো. নাইমুল ইসলাম। গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন বলে দাবি তার পরিবারের। এ ব্যাপারে তার স্ত্রী তামান্না খান রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গতকাল বুধবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামান্না জিডিতে উল্লেখ করেন, তার স্বামী নাইমুল ইসলাম ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখায় কর্মরত। মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিলেন, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাবেন। সেখান থেকে তার এক বন্ধুর সঙ্গে দেখা করার কথা ছিল। মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে তার সঙ্গে স্বামীর যোগাযোগ হয়। বেলা আড়াইটার দিকে যোগাযোগ করলে তার (নাইমুল) ফোন বন্ধ পাওয়া যায়। তিনি (তামান্না) স্বামীর ওই বন্ধুর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দুপুর সোয়া ১২টার দিকে নাইমুলের সঙ্গে দেখা হয়েছিল। তিনি নাইমুলকে কুড়িল পর্যন্ত এগিয়ে দিয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক আবদুল বারিক বলেন, তারা নিখোঁজ ব্যাংক কর্মকর্তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন। কী কারণে তিনি নিখোঁজ তা এখনো বোঝা যাচ্ছে না। তাকে কেউ অপহরণ করেছে কি না, তাও বোঝা যাচ্ছে না

এ নিয়ে গত আগস্ট থেকে রহস্যজনকভাবে রাজধানীর ১৬ জন নিখোঁজ হলেন। তাদের মধ্যে এ পর্যন্ত পাঁচজনের সন্ধান পাওয়া গেছে। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়