শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাধিক মাইলফলকে অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক: বড় দেরিতে রানে ফিরলেন অ্যালিস্টার কুক। অ্যাসেজ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে সফরকারীদের। তবে চতুর্থ টেস্টে রানে ফিরেই হতাশার মাঝে ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন কুক। তবে দলকে কোথায় নিয়ে যেতে পারেন তা হয়তো টেস্টের পরের দুই দিনেই বোঝা যাবে।

কিন্তু রানে ফিরেই ক্যারিয়ারে কয়েকটি পালক যুক্ত করলেন ৩৩ বছর বয়সী এ ইংলিশ ব্যাটার। মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় দিন শেষে ১০৪ রানে অপরাজিত আছেন কুক। এই ইনিংস খেলার পথে টেস্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকায় শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং তারকা জয়াবর্ধনেকে (১১৮১৪) পেছনে ফেলে অষ্টম স্থানে উঠে এসেছেন কুক। টেস্ট ক্রিকেটে অ্যালিস্টার কুকের রান এখন ১১৮১৬।

এ তালিকায় ১৫৯২১ রান নিয়ে সবার শীর্ষে ভারতীয় ব্যাটিং শচীন টেন্ডুলকার। দ্বিতীয় অবস্থানে রিকি পন্টিং (১৩৩৭৮)। এরপর যথাক্রমে জ্যাক ক্যালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), কুমার সাঙ্গাকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩) ও শিবনারায়ণ চন্দরপল (১১৮৬৭)।

এছাড়া টেস্ট ক্রিকেটে এটি কুকের ৩২তম সেঞ্চুরি। যা স্টিভ ওয়াহর সঙ্গে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ। এ তালিকায়ও শীর্ষে ভারতীয় লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। তার সেঞ্চুরির সংখ্যা ৫১টি।

পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্টও খেলে ফেলেছেন কুক। এটি তার ক্যারিয়ারের ১৫১তম টেস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে তার সামনে আছেন মাত্র সাতজন। যথাক্রমে টেন্ডুলকার (২০০), রিকি পন্টিং (১৬৮), স্টিভ ওয়াহ (১৬৮), জ্যাক ক্যালিস (১৬৬), চন্দরপল (১৬৪), দ্রাবিড় (১৬৪) ও অ্যালান বোর্ডার (১৫৬)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়