শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি মির্জা গালিবের শ্রদ্ধায় গুগলের ডুডল

জাকারিয়া হারুন : ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কবি মির্জা গালিবের ২২০ তম জন্মদিনকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ ডুডল প্রকাশ করেছে । ১৭৭৯ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন মির্জা আসাদুল্লাহ খান গালিব। তিনি কবি মির্জা গালিব হিসেবেই সবচেয়ে পরিচিত।

বৃটিশ ঔপনেবিশক আমলের ভারতের এই উর্দু এবং ফার্সি কবি মোঘল সাম্রাজ্যের পতন প্রত্যক্ষ করেছেন। সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে ১৮৫৭ সালে মোঘল সম্রাজ্যের চূড়ান্ত পতনের স্বাক্ষীও তিনি। তার রচিত 'দাস্তাম্বু' নামক দিনলিপিতে সেসব বেদনাদায়ক চিত্র ফুটে উঠেছে।

তার রচনার মধ্যে বেশ কয়েকটি গজলও রয়েছে যা পরবর্তীতে বিভিন্ন দেশে নানা ভাষায় এখনও গাওয়া হয়ে থাকে। ইতিহাসে তাকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী উর্দুভাষী কবি বলে মনে করা হয়। পুরো বিশ্বেই তার জনপ্রিয়তা এখনও বহাল রয়েছে।

মির্জা গালিব মাত্র ১১ বছর বয়স থেকেই কবিতা লেখা শুরু করেন। উর্দু মাতৃভাষা হলেও তিনি তুর্কি ও ফার্সি ভাষাতেও সমান দক্ষ ছিলেন। তবে মির্জা গালিব উর্দু গজলের জন্যই বেশি জনপ্রিয় হন।

বিখ্যাত এই শায়ের জীবদ্দশায় এতটা খ্যাতিমান ছিলেন না। তার প্রকৃত খ্যাতি আসে মৃত্যুর পর। যদিও তিনি আগেই বিষয়টি ধারণা করেছিলেন। মির্জা গালিব নিজের সম্পর্কে বলতেন যে, বেঁচে থাকতে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও পরবর্তী প্রজন্ম তাকে স্বীকৃতি ঠিকই দেবে।

ইতিহাস তার কথার সত্যতা প্রমাণ করেছে। উর্দু কবিদের মধ্যে তাকে নিয়েই সবচেয়ে বেশি গবেষণা ও আলোচনা হয়ে থাকে। ১৮৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়