শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৪১ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৫০ শতাংশ : কাদের

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ। মূল সেতুর কাজ অনেক এগিয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে আমি খুব বেশি বলি না। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ করে যাব কথা বেশি না বলে। সে জন্য আমি এখন আপডেটও দেই না।’

বুধবার সিরাজদিখান উপজেলার মস্তফাগঞ্জ সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী চৌরাস্তার ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় ছয় কোটি টাকা ব্যয়ে শ্রীনগর সওজ পরিদর্শন বাংলোর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ ছাড়া তিনি পাঁচটি সেতুর উদ্বোধন করেন। যেই পাঁচটি সেতু উদ্বোধন করা হয়েছে সেগুলো হলো মস্তফাগঞ্জ সেতু, রান্ধুনী বাড়ি সেতু, সিংপাড়া সেতু, কোলা সেতু, কুসুমপুর বাগানবাড়ী মসজিদ (মালীপাড়া) সেতু।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা নদী পৃথিবীর আমাজানের মতো একটি নদী, একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা সেই নির্ধারিত সময় রাখতে পারি না। দ্বিতীয় স্প্যান বসতে আমাদের আরেকটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পদ্মার নিচে এত বেশি অনিশ্চিত পরিস্থিতি সেখানে গভীরতা মিলিয়ে টেকনিক্যাল কিছু সমস্যা আছে। আমাদের টার্গেট আমরা যথাসময়েই শেষ করব।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আরো ৭৬টির মধ্যে ৪৪টি ব্রিজ আমরা করে ফেলেছি, সামান্য কিছু কাজ চলছে। ২০০৮ থেকে ৪৪টি ব্রিজ নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়