শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৩ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন পার্শ্ববর্তী রাজ্যের ২৫ জন মন্ত্রী-বিধায়ক

অনল রায় চৌধুরী, আগরতলা: বুধবার ত্রিপুরার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে বিজেপি পদযাত্রা সংগঠিত করবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে বিক্ষোভ সভাও। কর্মসূচিগুলোতে যোগ দিতে আসছেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে ২৫ জন মন্ত্রী ও বিধায়ক।

বিজেপি-র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব জানিয়েছেন, বেলা ১২টা থেকে বিকেল চারটে পর্যন্ত একযোগে সারা রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা সংগঠিত করা হবে। রাজ্যে ক্রমাগত বিজেপি কর্মীদের উপর হামলা, হত্যা ইত্যাদির প্রতিবাদে এই পদযাত্রার ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, শাসকদলের ক্যাডাররা এখন তালিবানি কায়দায় বিজেপি-র কর্মী-সমর্থকদের খুন করছে। এ সবের প্রতিবাদেই এই পদযাত্রা এবং পদযাত্রার শেষে বিক্ষোভসভার আয়োজন করা হয়েছে।

বিপ্লবকুমার দেব আরও জানান, এই কর্মসূচিগুলোতে যোগদানের জন্য অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুর থেকে ২৫ জন মন্ত্রী এবং বিধায়ক ত্রিপুরা সফরে আসছেন। তাঁরা এই কর্মসূচিগুলোতে যোগ দেবেন। একইসঙ্গে রাজ্য নেতাদেরও বিভিন্ন এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে বামফ্রন্ট সরকারকে জানান দেওয়া হবে, তাঁদের আয়ুষ্কাল ঘনিয়ে এসেছে। মঙ্গলবার থেকেই বিভিন্ন রাজ্যের বিধায়করা রাজ্যে আসতে শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়