শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইইউভুক্ত দেশগুলোতে মাছ রপ্তানি বন্ধ করলো ব্রাজিল

প্রিয়াংকা পান্ডে: মৎস্যবিদদের ক্রমাগত সর্তকবার্তার পর ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো মাছ রপ্তানি বন্ধ করলো ব্রাজিল। মঙ্গলবার রপ্তানি বন্ধের বিষয়ে বিবৃতি প্রকাশ করে দেশটি। আগামী বুধবার (৩ জানুয়ারি) থেকে মাছ রপ্তানির স্থগিতাদেশ কার্যকর হবে বলে জানায় দেশটির কৃষি মন্ত্রণালয়।

বহুদিন যাবত ইউরোপিয়ান ইউনিয়ন মাছ রপ্তানি বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলো। ইউরোপিয়ান কমিশন থেকে ব্রাজিলের মৎস্য পণ্যের বেশকিছু সমস্যা চিহ্নিত করা হয়। এরমধ্যে অন্যতম হিসেবে মাছবহনকারী জাহাজগুলোর নোংরা পরিবেশ ও ত্রুটিপূর্ণ উপায়ে মাছ সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়।

আশঙ্কা করা হচ্ছিলো যেকোন সময় ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক ব্রাজিল থেকে মাছ আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তার আগেই ব্রাজিল কর্তৃপক্ষ রপ্তানি বন্ধ করার এ সিদ্ধান্ত নিলো।

এ বিষয়ে দেশটির মৎস বিভাগের স্টেট ইনচার্জ লুইস র‌্যাঙ্গেল বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন থেকে স্থগিতাদেশ আসা বন্ধের জন্য আমরা নিজেরাই পদক্ষেপটি নিয়েছি।’ সেসময় ব্রাজিল ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যকার খাদ্যসংরক্ষণ পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন র‌্যাঙ্গেল।

অন্যদিকে এ সম্পর্কে শীঘ্রই ব্রাজিল সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ব্রাজিলের বাণিজ্য সংস্থা পিক্স বিআর। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়