শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকির মুখে নেত্রকোণার শতবছরের পুরনো রানীখং মিশন

ফারমিনা তাসলিম: নেত্রকোণার দূর্গাপুরে সোমেশ্বরী নদী ভাঙনের ফলে হুমকির মুখে শতবছরের পুরনো রানীখং মিশন। দ্রুত নদী ভাঙন রোধ করা না হলে প্রাচীন রানীখং মিশনসহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা নদীতে বিলীন হয়ে যেতে পারে । তাই দ্রুত বাঁধ তৈরির দাবি এলাকাবাসীর।

সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে রানীখং টিলার ওপর তৈরি রানীখং মিশনের বয়স শত বছর। এ মিশনকে ঘিরে গড়ে উঠেছে ক্যাথলিক ধর্মপল্লী। স্থানীয়ভাবে এটি ‘সাধু যোসেফের ধর্মপল্লী’ নামেও পরিচিত। ১৯১৫ সালে প্রতিষ্ঠিত দৃষ্টিনন্দন মিশনটি দেখতে ভীড় করেন ধর্মযাজক ও ভ্রমণ পিপাসুরা।

মিশনটির পূর্ব দিক দিয়ে বয়ে গেছে খরস্রোত পাহাড়ি সোমেশ্বরী নদী। প্রতিবছরই পাহাড়ি ঢলে ভাঙনের শিকার হচ্ছে রানীখং মিশন।

এরইমধ্যে গ্রামের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে রয়েছে রানীখং মিশনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রাচীন এ ধর্মপল্লী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে। এলাকাবাসীরা জানান, রানীখং মিশন রক্ষার জন্য নদীর ভাঙন রুখতে হবে। যত শিগগিরি সম্ভব বাঁধ তৈরি করে ভাঙন রোধ করা দরকার। প্রাচীন স্থাপনাগুলো রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠানো হয়েছে।

রানীখং মিশনের সৌন্দর্য্য ও ঐতিহ্য রক্ষায় শীঘ্রই বাধ তৈরির দাবি জানিয়েছেন এলাকার মানুষ। সূত্র - ডিবিসি নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়