শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৬ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ কুড়িগ্রামে শুরু হচ্ছে সৈয়দ শামসুল হক মেলা

কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ২৭ ডিসেম্বর। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৩ তম জন্মদিন। দিনটি উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘সৈয়দ শামসুল হক মেলা’র আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।একাডেমির কালচারাল অফিসার মো. আলমগীর কবির  এ তথ্য নিশ্চিত করেছেন।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে কুড়িগ্রাম সরকারি কলেজ গেট প্রাঙ্গণে কবির সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এরপর কবির স্মরণে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে। কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে থাকবে দিনব্যাপী সৈয়দ শামসুল হক মেলা। এছাড়াও কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে কবি স্মরণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক গুণীজন সম্মাননা দেওয়া হবে।

উল্লেখ্য, সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ সিদ্দিক হুসাইন ও মা হালিমা খাতুন। বাবা ছিলেন হোমিওপ্যাথিক ডাক্তার। সৈয়দ শামসুল হক তার মা-বাবার আট সন্তানের মধ্যে সবার বড়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার ইচ্ছানুযায়ী জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়