শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহজালালে আড়াইকেজি স্বর্ণসহ দুই ভারতীয় আটক

সুজন কৈরী : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ৩১ লাখ টাকা সমমূল্যের দুই কেজি ৬২০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণবারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার রাতে ঈশ্বর দাস ও গুরজান শিং নামের দুই জনের কাছ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস হাউজের সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরাটস এয়ারওয়েজের একটি ফ্লাইট (ইকেÑ৫৮৬) দুবাই থেকে ঢাকায় পৌছায়। ওই ফ্লাইটে আসেন ঈশ্বর দাস ও গুরজান শিং। তারা দুজনই ভারতীয় নাগরিক। গ্রীন চ্যানেলে পৌছানোর পর তাদের আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করে তাদের শরীরের রেক্টামে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে ঈশ্বর দাসের কাছ থেকে ১ কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিংয়ের কাছ থেকে ১ কেজি ৩২৫ গ্রাম স্বর্নবার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোট ১২পিস স্বর্ণবারের ওজন ২ কেজি ৬২০ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৩১লাখ টাকা।

এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়