শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:২২ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রাবাড়ীতে চাকরি ‘প্রতারণা’ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নুরুল অঅমিন হাসান : রাজধানীর যাত্রাবাড়ীতে চাকরি দেয়ার নামে ‘প্রতারণাকারী’ চক্রের ৪ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রতারকরা হল, মাহাবুবুর রহমান ভূঁইয়া (৩৭), খালেদ মাহাবুব (৩৬), রিয়াজ উদ্দিন (৪০) ও বাচ্চু মিয়া (৫২)।

যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশ (ডিবি পূর্ব) তাদেরকে গ্রেফতার করলেও মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশিাচত করেছেন।

তিনি জানান, চাকুরির নামে প্রতারণা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, সরকারী নন জুডিশিয়াল স্ট্যাম্প, সীল, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পদে ভূয়া নিয়োগ সংক্রান্ত দলিলপত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, ‘তারা বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পদে টাকার বিনিময়ে চাকরি দেয়ার নামে জালিয়াতি করে আসছিল। চাকুরীর দেয়ার নামে তারা প্রতারণামুলকভাবে ভূয়া নিয়োগপত্র দিয়ে থাকে বলে প্রাথমিকভাবে জানা যায়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও ডিসি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়