শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৪ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করনেটে সকলের অংশগ্রহণ চাই : এনবিআর চেয়ারম্যান

মরিয়ম চম্পা : করনেটে আসা কোন ভয়ের বিষয় নয়, আমরা করনেটে সকলের অংশগ্রহণ চাই এবং এ বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় কর অঞ্চল-৫ আয়োজিত ২০১৭-১৮ করবর্ষে ট্যাক্স কার্ডপ্রাপ্ত করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এনবিআর’র চেয়ারম্যান বলেন, আমরা সারাদেশে যে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার প্রয়াস চালাচ্ছি এরই ধারবাহিকতার অংশ হচ্ছে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের সম্মাননা। যারা রাজস্ব দিচ্ছে তাদের আমরা সম্মানিত করছি। রাজস্ব আহরণে বিশেষ অবদান রাখায় এবছর ইকোনমিক ফোরাম বা ইআরএফকে সেরা পার্টনার হিসেবে স্বীকৃতি দেন তিনি। এছাড়াও এনবিআর এগিয়ে যাবার পেছনে মিডিয়ার অবদান স্বীকার করে মিডিয়াকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা পোষণ করেন।
অনুষ্ঠানে কর অঞ্চল-৫ এর অধীনে ২০১৬-১৭ করবর্ষে ট্যাক্স কার্ড প্রাপ্ত দীর্ঘ মেয়াদী করদাতা হাজী মো. সায়দুল্লাহ মিয়ার পক্ষে ড. হাবিবুর রহমান, মিডিয়ার ওলার্ল্ড লিমিটেডের পক্ষে মাহফুজ আনাম, ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে তোফায়েল হোসেন, বে ডেভেলপমেন্টস লিমিটেডের মহুয়া মাহবুব খান, স্পেস জিরো লিমিটেডের পক্ষে এসএ চৌধুরী, আশা’র পক্ষে তৌফিকুল ইসলাম চৌধুরী, ব্যুরো বাংলাদেশ সিরাজুল ইসলাম সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-৫ কমিশনার শাহিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে এনবিআর সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান আকন্দ, সেন্টাল ইন্টিলিজেন্স সেল এর মহাপরিচালক বেলাল হোসেন উপস্থিত ছিলেন। সম্পাদনা : পরাগ মাঝি

  • সর্বশেষ
  • জনপ্রিয়