শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে চিকিৎসকদের ‘মনোরঞ্জনে’ অ্যাম্বুলেন্স-বোঝাই মদ, বেলি ড্যান্সার !

আবু সাইদ: ভারতে মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রদের বার্ষিক সম্মেলনে উঠল মদের ফোয়ারা। নাচতে দেখা গেল বেলি ড্যান্সারদের! ঘটনাস্থল উত্তরপ্রদেশের মেরঠ।

খবরে প্রকাশ, সোমবার লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রদের বার্ষিক সম্মেলনে হওয়া নাচ-গানার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই তীব্র শোরগোল পড়ে যায়।

ভিডিওতে দেখা গিয়েছে, রুশ বেলি ড্যান্সাররা মঞ্চে নাচছেন। তাঁদের উৎসাহ দিচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, চিকিৎসকদের মনোরঞ্জনের জন্য অ্যাম্বুলেন্স ভর্তি করে রাখা রয়েছে মদের বোতল। সেই চিত্রও ভিডিওতে ধরা পড়েছে।

এই ঘটনা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। একইভাবে পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে মেডিক্যাল কলজ কর্তৃপক্ষও। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে।

সোমবার দুপুরে ওই অনুষ্ঠান শুরু হয়। মদ-ঠাসা অ্যাম্বুলেন্স কলেজ প্রাঙ্গনে পৌঁছতেই তা অন্য মাত্রা পেয়ে যায়। জানা গিয়েছে, এই অনুশষ্ঠানটির আয়োজক ছিল ১৯৯২ সালের ব্যাচের পড়ুয়ারা। মূলত, চিকিৎসক হওয়ার রজতজয়ন্তী উদযাপন করতেই এই ব্যবস্থা করা হয়েছিল।

কলেজের উপাধ্যক্ষ বিনয় অগ্রবালের সাফাই, তিনি এধরনের অনুষ্ঠানের কথা জানতেনই না। মদের বোতল আনতে যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল, তা হাসপাতালের, না কি বাইরে থেকে ভাড় করা হয়েছিল, সে বিষয়েও তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।

তবে, গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন। সূত্র: নিউজ -১৮ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়