শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:২২ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ার মাটিতে কিম জং উন!

আবু সাইদ: সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পা রেখেছেন কিম জং উন। তাকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেয়। তবে যার কথা বলছি তিনি আসল কিম নন। দেখতে অবিকল কিমের মতো হলেও তার নাম আসলে ড্রাগন কিম। গুরুগম্ভীর চেহারা করে হাঁটেন, রাজসিক ভঙ্গিতে মানুষকে দেখে হাত নাড়েন। রাস্তায় পথ চলতি মানুষেরা হঠাৎ থমকে দাড়িয়ে যান কেউ কেউ। জ্বালাময়ী রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড বাদ দিয়ে রাস্তায় একলা ঘুরে বেরানো কিম জং উনকে দেখে লোকে অবাক হয়, মজাও পায়। স্মার্ট ফোন বের করে ছবি তোলেন কেউ। কেউবা ভিডিও করেন, কেউ আবার সেলফি তুলতে চান।

ব্যাপারটি ড্রাগন কিম রীতিমত উপভোগ করেন। তিনি যখন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিল তিনি সত্যিকারের কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা ভেবে অনেকে সেসময় তাকে গালিও দিয়েছিল। কেউ তেড়ে এসেছিল ঘুষি মারতে চেয়েছিল তার মুখে। এমনকি ‘মার্কিন যুক্তরাষ্ট্রে কিম কি করছেন’ কিংবা তার উচিত ‘যথাশীঘ্র যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া’ এমন হুঁশিয়ারিও হজম করতে হয়েছে।

এই মুহুর্তে তিনি রয়েছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। বলছিলেন, গত চার বছর ধরে তিনি এই বেশেই জনসম্মুখে বের হচ্ছেন। এক সময় সামরিক বাহিনীতে কাজ করতেন, সে সময় সবাই বলত তাকে দেখতে কিম জং উনের মত। তখন থেকেই কিম জং উনের মত সাজ পোশাক করতে শুরু করেন। বদলে ফেলেন নিজের চুলের ছাটটিও। এখন এটিই তার পেশা। বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়