শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:০৯ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনকণ্ঠে বেতন, ভাতা নিয়ে চলমান সঙ্কটে বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ

রফিক আহমেদ : দৈনিক জনকণ্ঠে বেতনÑভাতা নিয়ে দীর্ঘদিন যাবত চলমান সঙ্কটে উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বিএফইউজেÑবাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউইজে)।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ কথা জানান।
বিএফইউজে ও ডিইউজে’র নেতারা বলেন, সংবাদপত্রের জন্য সরকার নির্ধারিত সকল সুযোগ-সুবিধা নিয়মিত নেওয়ার পরেও জনকণ্ঠ কর্তৃপক্ষ কর্মীদের

বেতনÑভাতা নিয়ে হরহামেশা গড়িমসি করে। সে কারণে মাসের পর মাস বেতন বাকী রয়েছে অনেকের। নিয়মিত বেতন হচ্ছে না কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের। এছাড়া যারা চাকরি ছেড়ে গেছেন তাদের অনেকে এখন পর্যন্ত নায্য পাওনাদি বুঝে পাননি বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনা দৈনিক জনকণ্ঠের মতো একটি সংবাদপত্রের কাছ থেকে কাম্য নয়।

নেতৃবৃন্দ অবিলম্বে জনকণ্ঠে কর্মরতদের বেতন নিয়মিতকরণ, বকেয়া বেতন প্রদান ও চাকরি থেকে বিদায় নেওয়া বা চাকরিচ্যুতদের নায্য পাওনা পরিশোধের আহবান জানিয়ে বলেন, নতুবা উদ্ভুত পরিস্থিতির দায়-দায়িত্ব জনকণ্ঠ কর্তৃপক্ষকে বহন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়